Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধে খালেক মণ্ডলের রায় ২৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৩: ৫৯
মানবতাবিরোধী অপরাধে খালেক মণ্ডলের রায় ২৪ মার্চ

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ দুজনের বিষয়ে আগামী ২৪ মার্চ রায় ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এই দিন ধার্য করেন।
 
এর আগে খালেক মণ্ডলসহ দুজনের মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ মার্চ এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মামলায় তখন চারজন আসামি ছিলেন। এর মধ্যে খালেক মণ্ডল ও খান রোকনুজ্জামান কারাবন্দী। বাকি দুজন মারা গেছেন। ২০১৮ সালের ১৫ এপ্রিল সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার শুরু হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সঙ্গে সমঝোতার যে ব্যাখ্যা দিলেন আখতার

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: এ জেড এম জাহিদ

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না: সামান্তা শারমিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ