উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ভিক্ষাবৃত্তির আড়ালে ছিনতাইয়ের অভিযোগের রাজধানীর উত্তরায় ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন মো. পারভেজ (৩০), মো. জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও মো. অপু (২৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ মহসীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোড থেকে শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা মূলত বাস স্ট্যান্ডে অবস্থান করে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে। এদের টার্গেট মূলত মহিলা, বয়স্ক লোক, সহজ সরল প্রকৃতির লোকদের। টার্গেটকৃত লোকদের নির্জন স্থানে প্রথমে সালাম দিয়ে থামায়। পরে ঢাকায় এসে সব হারিয়ে গেছে, বাসায় যাওয়ার টাকা নেই। তাই কিছু সহযোগিতা চান। কথার ছলে নির্জন স্থানে চলে যাওয়া মাত্রই তাঁদের সহযোগীরা চলে এসে ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়।’
মহসীন বলেন, একই কায়দায় উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে ছিনতাইয়ের উদ্দেশ্যে আসলে গোপন তথ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় পুলিশের হাত থেকে বাঁচতে নানান কৌশল অবলম্বন করে তাঁরা। তাঁদের মধ্যে অপু নিজের শরীরে নিজেরই মলমূত্র মাখে। পারভেজ ব্লেড দিয়ে নিজের মুখ রক্তাক্ত করে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
ওসি মহসীন বলেন, গ্রেপ্তার হওয়া চারজনই পেশাদার ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ভিক্ষাবৃত্তির আড়ালে ছিনতাইয়ের অভিযোগের রাজধানীর উত্তরায় ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন মো. পারভেজ (৩০), মো. জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও মো. অপু (২৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ মহসীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোড থেকে শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়েছে।
ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা মূলত বাস স্ট্যান্ডে অবস্থান করে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে। এদের টার্গেট মূলত মহিলা, বয়স্ক লোক, সহজ সরল প্রকৃতির লোকদের। টার্গেটকৃত লোকদের নির্জন স্থানে প্রথমে সালাম দিয়ে থামায়। পরে ঢাকায় এসে সব হারিয়ে গেছে, বাসায় যাওয়ার টাকা নেই। তাই কিছু সহযোগিতা চান। কথার ছলে নির্জন স্থানে চলে যাওয়া মাত্রই তাঁদের সহযোগীরা চলে এসে ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়।’
মহসীন বলেন, একই কায়দায় উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে ছিনতাইয়ের উদ্দেশ্যে আসলে গোপন তথ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় পুলিশের হাত থেকে বাঁচতে নানান কৌশল অবলম্বন করে তাঁরা। তাঁদের মধ্যে অপু নিজের শরীরে নিজেরই মলমূত্র মাখে। পারভেজ ব্লেড দিয়ে নিজের মুখ রক্তাক্ত করে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
ওসি মহসীন বলেন, গ্রেপ্তার হওয়া চারজনই পেশাদার ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
৯ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৮ দিন আগে