নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)

আড়াই বছর বয়সী জান্নাতুলকে কলা খাওয়াচ্ছিলেন মা সালমা আক্তার (২৭)। জান্নাতুল খেতে না চাওয়ায় জোর করে খাওয়ানোর চেষ্টা করছিলেন সালমা। এ কারণে ওই সময় কান্না করছিল জান্নাতুল। আর এদিকে পাশে কাজ করছিলেন জান্নাতুলের নানা আব্দুল হাকিম (৫৪)। নাতনির কান্না সহ্য করতে না পেরে তিনি সালমাকে প্রথমে ধমক দেন ও পরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন।
গত বুধবার উত্তর গাওয়াইর এলাকার কাজী বাড়ি রোডের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সালমার।
এ ঘটনায় আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর দক্ষিণখানের উত্তর গাওয়াইর এলাকা থেকে ঘাতক বাবা আব্দুল হাকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ঘটনার দিন সালমার চিৎকার শুনে আশপাশের লোকজন ও আত্মীয়স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে দক্ষিণখানের একটি নিকটস্থল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে ইমারজেন্সি কেয়ার ইউনিটি (আইসিইউ) ফাঁকা না থাকায় সবকিছু গোপন করে উত্তরার শিন-শিন জাপান হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৪টার দিকে সালমা মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সবকিছুই গোপন করে নিহত সালমার মরদেহ গোসল করে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং তদন্ত করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে। অপরদিকে ঘাতক বাবা আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে।
আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সময় আমি ঘরের দেওয়ালে পেরেক গাড়ছিলাম। আর ঘরের মধ্যে আমার মেয়ে সালমা নাতনিকে কলা খাওয়াচ্ছিল। কিন্তু নাতনি খেতে চাচ্ছিল না। কান্না করছিল। কিন্তু জোর করেই খাওয়ানোর চেষ্টা করছিল সালমা। নাতনির কান্না সহ্য করতে না পেরে আমি সালমাকে ধমক দেই। যার কারণে সালমা নাতনিকে আছাড় দিয়ে দূরে সরিয়ে দেয়। তখন আর আমি সহ্য করতে পারি নাই। পরে হাতে থাকা হাতুড়ি নিয়ে আমি সালমাকে বলি বেশি ইয়া করিস না, করলে হাতুড়ি দিয়ে একটা দিব। এ কথা বলা মাত্রই সালমা মাথা ঘুরালে হাতে থাকা হাতুড়িতে লেগে যায়। একটু পরই আস্তে আস্তে হেলে পরে।’
আব্দুল হাকিম বলেন, ‘প্রথমে আমি এত কিছু বুঝি নাই। ভাবছিলাম মাথায় সামান্য আঘাত পেয়েছে। পরে তার মাথায় পানি ঢালি। পরে গামছা দিয়ে মাথা মুছানোর সময় রক্ত দেখি। তখন চিৎকার করলে আসে পাশের লোকজন এগিয়ে আসে। সেই সঙ্গে সালমার মা ও ভাইও এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।’
এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোসাম্মত রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখানে বাবার হাতে মেয়ে খুন করে লাশ দাফনের প্রাক্কালে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। সেই সঙ্গে ঘাতক বাবা আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. মাসুম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। নিহতের মরদেহ সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এসআই রেজিয়া বলেন, ‘কোন দুর্ঘটনা হলে মাথার পাশে কিংবা কপালে আঘাত পাওয়ার কথা। কিন্তু মাথার মাঝে আঘাত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশ বলছে, এটি একটি পুলিশ কেসের ঘটনা। কোনো পুলিশ কেসের রোগীকে চিকিৎসা করাতে গেলে অবশ্যই পুলিশকে জানাতে হবে। কিন্তু উত্তরা ১১ নম্বর সেক্টরের শিন-শিন জাপান হাসপাতাল কর্তৃপক্ষ ‘অতিরিক্ত টাকার লোভে’ সবকিছু গোপন করে চিকিৎসা করিয়েছে। মারা যাওয়ার পরও পুলিশকে অবগত না করে মরদেহ হস্তান্তর করেছে তারা।
এদিকে নিহতের স্বজনদের অভিযোগ, ‘হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অপারেশন করে নাই। শুধু মাথায় সেলাই করেই আর আইসিইউতে রেখে অতিরিক্ত বিল আদায় করেছে। হাসপাতালের গাফিলতির কারণে এবং চিকিৎসায় অবহেলার জন্য সালমার মৃত্যু হয়েছে।’

আড়াই বছর বয়সী জান্নাতুলকে কলা খাওয়াচ্ছিলেন মা সালমা আক্তার (২৭)। জান্নাতুল খেতে না চাওয়ায় জোর করে খাওয়ানোর চেষ্টা করছিলেন সালমা। এ কারণে ওই সময় কান্না করছিল জান্নাতুল। আর এদিকে পাশে কাজ করছিলেন জান্নাতুলের নানা আব্দুল হাকিম (৫৪)। নাতনির কান্না সহ্য করতে না পেরে তিনি সালমাকে প্রথমে ধমক দেন ও পরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন।
গত বুধবার উত্তর গাওয়াইর এলাকার কাজী বাড়ি রোডের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সালমার।
এ ঘটনায় আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর দক্ষিণখানের উত্তর গাওয়াইর এলাকা থেকে ঘাতক বাবা আব্দুল হাকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ঘটনার দিন সালমার চিৎকার শুনে আশপাশের লোকজন ও আত্মীয়স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে দক্ষিণখানের একটি নিকটস্থল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে ইমারজেন্সি কেয়ার ইউনিটি (আইসিইউ) ফাঁকা না থাকায় সবকিছু গোপন করে উত্তরার শিন-শিন জাপান হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৪টার দিকে সালমা মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সবকিছুই গোপন করে নিহত সালমার মরদেহ গোসল করে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং তদন্ত করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে। অপরদিকে ঘাতক বাবা আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে।
আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সময় আমি ঘরের দেওয়ালে পেরেক গাড়ছিলাম। আর ঘরের মধ্যে আমার মেয়ে সালমা নাতনিকে কলা খাওয়াচ্ছিল। কিন্তু নাতনি খেতে চাচ্ছিল না। কান্না করছিল। কিন্তু জোর করেই খাওয়ানোর চেষ্টা করছিল সালমা। নাতনির কান্না সহ্য করতে না পেরে আমি সালমাকে ধমক দেই। যার কারণে সালমা নাতনিকে আছাড় দিয়ে দূরে সরিয়ে দেয়। তখন আর আমি সহ্য করতে পারি নাই। পরে হাতে থাকা হাতুড়ি নিয়ে আমি সালমাকে বলি বেশি ইয়া করিস না, করলে হাতুড়ি দিয়ে একটা দিব। এ কথা বলা মাত্রই সালমা মাথা ঘুরালে হাতে থাকা হাতুড়িতে লেগে যায়। একটু পরই আস্তে আস্তে হেলে পরে।’
আব্দুল হাকিম বলেন, ‘প্রথমে আমি এত কিছু বুঝি নাই। ভাবছিলাম মাথায় সামান্য আঘাত পেয়েছে। পরে তার মাথায় পানি ঢালি। পরে গামছা দিয়ে মাথা মুছানোর সময় রক্ত দেখি। তখন চিৎকার করলে আসে পাশের লোকজন এগিয়ে আসে। সেই সঙ্গে সালমার মা ও ভাইও এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।’
এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোসাম্মত রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখানে বাবার হাতে মেয়ে খুন করে লাশ দাফনের প্রাক্কালে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। সেই সঙ্গে ঘাতক বাবা আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. মাসুম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। নিহতের মরদেহ সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এসআই রেজিয়া বলেন, ‘কোন দুর্ঘটনা হলে মাথার পাশে কিংবা কপালে আঘাত পাওয়ার কথা। কিন্তু মাথার মাঝে আঘাত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশ বলছে, এটি একটি পুলিশ কেসের ঘটনা। কোনো পুলিশ কেসের রোগীকে চিকিৎসা করাতে গেলে অবশ্যই পুলিশকে জানাতে হবে। কিন্তু উত্তরা ১১ নম্বর সেক্টরের শিন-শিন জাপান হাসপাতাল কর্তৃপক্ষ ‘অতিরিক্ত টাকার লোভে’ সবকিছু গোপন করে চিকিৎসা করিয়েছে। মারা যাওয়ার পরও পুলিশকে অবগত না করে মরদেহ হস্তান্তর করেছে তারা।
এদিকে নিহতের স্বজনদের অভিযোগ, ‘হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অপারেশন করে নাই। শুধু মাথায় সেলাই করেই আর আইসিইউতে রেখে অতিরিক্ত বিল আদায় করেছে। হাসপাতালের গাফিলতির কারণে এবং চিকিৎসায় অবহেলার জন্য সালমার মৃত্যু হয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫