শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে রাস্তা থেকে তুলে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় নাহিদ শেখ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর পরিবার ও মামলার বিবরণ থেকে জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টার দিকে ওই শিক্ষার্থী নিজ বাড়ি বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদারকান্দি থেকে পায়ে হেঁটে পার্শ্ববর্তী মালের হাট বাজারে যাচ্ছিল। পথে সন্ন্যাসীরচর ইউনিয়নের বিনা কোম্পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক বন্ধুর সঙ্গে দেখা হলে তার সঙ্গে কথা বলতে থাকে। এমন সময় ওই এলাকার নাহিদ শেখ ও আরিফ হাওলাদার একটি মোটরসাইকেলে এসে ভয়ভীতি দেখিয়ে মেয়েটির বন্ধুকে তাড়িয়ে দেয়। পরে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে পার্শ্ববর্তী সন্ন্যাসীরচরের মাদবরকান্দির একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে নাহিদ শেখ তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে শিবচর থানার উপপরিদর্শক বরুণ হীরার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসে। শনিবার রাত সোয়া ৮টার দিকে নির্যাতনের শিকার মেয়েটির ভাই বাদী হয়ে অভিযুক্ত নাহিদ ও আরিফের নামে মামলা দায়ের করেন।
শিবচর থানা সূত্র জানায়, রাতেই পুলিশ অভিযান চালিয়ে নাহিদ শেখকে গ্রেপ্তার করে। তবে আরিফ এখনো পলাতক রয়েছে। নাহিদ শেখ বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মল্লিককান্দি গ্রামের কাইয়ুম শেখের ছেলে। পলাতক আরিফ হাওলাদার একই গ্রামের তারা মিয়া হাওলাদারের ছেলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে মামলা করেছেন। রাতেই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মাদারীপুর জেলার শিবচরে রাস্তা থেকে তুলে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় নাহিদ শেখ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর পরিবার ও মামলার বিবরণ থেকে জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টার দিকে ওই শিক্ষার্থী নিজ বাড়ি বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদারকান্দি থেকে পায়ে হেঁটে পার্শ্ববর্তী মালের হাট বাজারে যাচ্ছিল। পথে সন্ন্যাসীরচর ইউনিয়নের বিনা কোম্পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক বন্ধুর সঙ্গে দেখা হলে তার সঙ্গে কথা বলতে থাকে। এমন সময় ওই এলাকার নাহিদ শেখ ও আরিফ হাওলাদার একটি মোটরসাইকেলে এসে ভয়ভীতি দেখিয়ে মেয়েটির বন্ধুকে তাড়িয়ে দেয়। পরে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে পার্শ্ববর্তী সন্ন্যাসীরচরের মাদবরকান্দির একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে নাহিদ শেখ তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে শিবচর থানার উপপরিদর্শক বরুণ হীরার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসে। শনিবার রাত সোয়া ৮টার দিকে নির্যাতনের শিকার মেয়েটির ভাই বাদী হয়ে অভিযুক্ত নাহিদ ও আরিফের নামে মামলা দায়ের করেন।
শিবচর থানা সূত্র জানায়, রাতেই পুলিশ অভিযান চালিয়ে নাহিদ শেখকে গ্রেপ্তার করে। তবে আরিফ এখনো পলাতক রয়েছে। নাহিদ শেখ বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মল্লিককান্দি গ্রামের কাইয়ুম শেখের ছেলে। পলাতক আরিফ হাওলাদার একই গ্রামের তারা মিয়া হাওলাদারের ছেলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে মামলা করেছেন। রাতেই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৪ দিন আগে