ঢামেক প্রতিনিধি

রাজধানীর বংশালে আটক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য নজরুল ইসলামের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদস্যের অস্ত্রোপচার হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ১০১ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত জানান, গতরাতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। পেটে ছুরিকাঘাত করা হয়েছিল। খাদ্যনালী ছিদ্র হয়েছিল। সেগুলো রিপেয়ার করে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে।
আহত পুলিশ সদস্য নজরুলের ছেলে আশরাফ আলী তানভির জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার পূর্ব কাতিয়ারচরে। তানভির ঢাকাতেই থাকেন। বাবার আহত হওয়ার খবর শুনে সকালে গ্রাম থেকে মাকে নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন।
এর আগে গতকাল বুধবার রাতে আটক হওয়া ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল নজরুলসহ উপপরিদর্শক এম রবি হাসানসহ পাঁচজন আহত হন। তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গুরুতর আহত নজরুলকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, গতরাতে ছিনতাইয়ের সময় ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামে দুজনকে হাতেনাতে আটক করে পুলিশের ওই টিম। পরে তাদের থানায় নিয়ে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করার সময় ইমন নামে ছিনতাইকারী পকেট থেকে সুইচ গিয়ার বের করে এলোপাতাড়ি সবাইকে আঘাত করতে থাকে। এতে কনস্টেবল নজরুল, এসআই হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল সজীব ও শরিফুল আহত হন।
এর আগে গত ১৭ মার্চ বিকেলে গুলিস্তান এলাকায় ছিনতাইকারীর সজোরে ধাক্কায় আহত হন সাংবাদিক কামাল হোসেন তালুকদার। ২২ মার্চ গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের পাশের ফুটপাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।
এসআই জাহাঙ্গীর জানান, মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে যান। রাতে বাস থেকে গুলিস্তানে নামেন। রাস্তা পার হয়ে টিঅ্যান্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে আসার সময় কে বা কারা তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়।

রাজধানীর বংশালে আটক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য নজরুল ইসলামের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদস্যের অস্ত্রোপচার হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ১০১ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত জানান, গতরাতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। পেটে ছুরিকাঘাত করা হয়েছিল। খাদ্যনালী ছিদ্র হয়েছিল। সেগুলো রিপেয়ার করে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে।
আহত পুলিশ সদস্য নজরুলের ছেলে আশরাফ আলী তানভির জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার পূর্ব কাতিয়ারচরে। তানভির ঢাকাতেই থাকেন। বাবার আহত হওয়ার খবর শুনে সকালে গ্রাম থেকে মাকে নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন।
এর আগে গতকাল বুধবার রাতে আটক হওয়া ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল নজরুলসহ উপপরিদর্শক এম রবি হাসানসহ পাঁচজন আহত হন। তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গুরুতর আহত নজরুলকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, গতরাতে ছিনতাইয়ের সময় ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামে দুজনকে হাতেনাতে আটক করে পুলিশের ওই টিম। পরে তাদের থানায় নিয়ে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করার সময় ইমন নামে ছিনতাইকারী পকেট থেকে সুইচ গিয়ার বের করে এলোপাতাড়ি সবাইকে আঘাত করতে থাকে। এতে কনস্টেবল নজরুল, এসআই হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল সজীব ও শরিফুল আহত হন।
এর আগে গত ১৭ মার্চ বিকেলে গুলিস্তান এলাকায় ছিনতাইকারীর সজোরে ধাক্কায় আহত হন সাংবাদিক কামাল হোসেন তালুকদার। ২২ মার্চ গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের পাশের ফুটপাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।
এসআই জাহাঙ্গীর জানান, মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে যান। রাতে বাস থেকে গুলিস্তানে নামেন। রাস্তা পার হয়ে টিঅ্যান্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে আসার সময় কে বা কারা তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে