Ajker Patrika

‘স্টুপিড’ থেকে ‘সুপার্ব’—পন্তকে নিয়ে সুর বদলালেন গাভাস্কার

ক্রীড়া ডেস্ক    
‘স্টুপিড’ থেকে ‘সুপার্ব’—পন্তকে নিয়ে সুর বদলালেন গাভাস্কার
ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর ডিগবাজি দিচ্ছেন ভারতের ঋষভ পন্ত। ছবি: এএফপি

‘সুপার্ব, সুপার্ব, সুপার্ব’

কিছু কি মনে পড়ছে? না পড়লেও অবশ্য দোষের কিছু নেই। মেলবোর্নে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭ বলে ২৮ রানের ইনিংস খেলে তোপের মুখে পড়েন ঋষভ পন্ত। তাঁর আউটের ধরন দেখে রীতিমত ক্ষুব্ধ হয়ে পড়েন কিংবদন্তি সুনীল গাভাস্কার। ধারাভাষ্যকক্ষে মাইক হাতে তিরস্কার করতে থাকেন ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ বলে।

পন্ত তাঁর খেলার ধরন রেখেছেন একইরকম। এখনো ব্যাটিংয়ে নামলে শোভ পায় তাঁর আগ্রাসী মেজাজ। কিন্তু ৬ মাসের ব্যবধানে বদলে গেছে গাভাস্কারের সুর। বরং বললে ভাল হয়, ১৪৫ বলে সেঞ্চুরি করে পন্তই তা বদলাতে বাধ্য করেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের যশস্বী জয়সওয়াল ও শুবমান গিলের পর সেঞ্চুরি তুলে নিলেন পন্তও। ৯৯ রান থেকে ইংলিশ স্পিনার শোয়েব বশিরকে ডাউন দ্য উইকেটে এসে এক হাতে ছক্কা মেরে তিন অঙ্কে পা রাখেন তিনি। উদ্যাপন করলেন চিরচেনা ডিগবাজি দিয়ে।

মেলবোর্নের মতো লিডসেও ধারাভাষ্যকার হিসেবে আছেন গাভাস্কার। ৬ মাসের মধ্যে তাঁর চোখে পন্ত খেললেন এক ‘সুপার্ব’ (চমৎকার) ইনিংস। জশ টাংয়ের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ১৭৮ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১৩৪ রানে ফেরেন তিনি।

উইকেটরক্ষক হিসেবে এটি পন্তের রেকর্ড সপ্তম সেঞ্চুরি। ভারতের টেস্ট ইতিহাসে আর কোনো উইকেটরক্ষকের এর চেয়ে বেশি সেঞ্চুরি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি আছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ১৭ সেঞ্চুরি অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের। তালিকার পাঁচ আছেন পন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত