
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশের গল্প শেষ। বাংলাদেশ ভারতে না যেতে চাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়েছে। ক্রিকেটাররা ভারতে না যেতে পারলেও বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাচ্ছেন দুই আম্পায়ার।
আইসিসি গতকাল এক বিজ্ঞপ্তিতে ৩০ সদস্যের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। যার মধ্যে আছেন দুই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। ভারতে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল যেতে না পারলেও আম্পায়াররা কীভাবে যাচ্ছেন? আজকের পত্রিকাকে গতকাল বাংলাদেশের এক আম্পায়ার বলেন, ‘আমরা আইসিসির চুক্তিভুক্ত আম্পায়ার। ব্যক্তিগতভাবে আমার নিরাপত্তা দেওয়া আইসিসির জন্য সহজ। আমাদের জন্য আলাদা আইসিসি নিরাপত্তা বিশ্লেষণ করে আমাদের পাঠিয়েছে।’
সূচি অনুযায়ী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনসে এবং এক ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। গতকাল বাংলাদেশের ওই আম্পায়ার বলেন, ‘দল গেলে তো কয়েক হাজার দর্শক যাবে। এত ম্যাচ, কর্মকর্তা মিলে যাবেন কয়েক শ মানুষ। দলের নিরাপত্তা দেওয়া তো সমস্যা না। ভিভিআইপি নিরাপত্তা তো দিতে পারে। কিন্তু দর্শক ও আপনাদের (সাংবাদিক) নিরাপত্তা তো জটিল বিষয়...’
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের সেই আম্পায়ার বলেন, ‘স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন পাঠানো হয়েছে নতুন করে। আইসিসির যিনি নিরাপত্তা ম্যানেজার ছিলেন তিনি আবার আলাদা ই-মেইল পাঠিয়েছেন। আলাদা মূল্যায়ন প্রতিবেদন পাঠিয়েছেন। আমাদের বলেছেন যে আমরা নিরাপদ। যদি কখনো কিছু মনে হয়, তাহলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে তাঁর সঙ্গে কথা বলার জন্য। নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য হলে সমস্যা নেই। মাঠ থেকে হোটেল আমাদের নিরাপত্তার দায়িত্বে কর্মকর্তা থাকবেন।’
বাংলাদেশি আম্পায়ারদের বিশ্বকাপের ম্যাচ অফিশিয়াল হিসেবে ভারত সফর নিয়ে বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের সঙ্গে আম্পায়ারদের আলাদা চুক্তি আছে আইসিসির। তারা এলিট প্যানেল আম্পায়ার, আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার। এটা তাদের ক্যারিয়ার।’
দুই সদস্যের বাংলাদেশ শুটিং দল ভারত সফরের অনুমতি পেয়েছে। বিসিবির দুই আম্পায়ারও যাচ্ছেন ভারতে বিশ্বকাপে আম্পায়ারিং করতে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২ দিন আগে
আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
১০ দিন আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১২ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২৪ দিন আগে