Ajker Patrika

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৬: ১৬
টস জেতেন জাওয়াদ আবরার। ছবি: বিসিবি
টস জেতেন জাওয়াদ আবরার। ছবি: বিসিবি

২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করছে আয়ুশ মাত্রের দল। এদিন টসের পর দুদলের অধিনায়ক হাত মেলাননি।

বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হয়। বৃষ্টির থামলে ১টা ১৮ মিনিটে টস অনুষ্ঠিত হয়। তৈরি না থাকায় জাওয়াদ আবরারকে টস করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ম্যাচ রেফারির ডিন কস্কারের নির্দেশে কয়েন শূন্যে ছোড়েন আয়ুশ। টেল ডেকে টস জেতেন আবরার। টসের পর দুই দলের অধিনায়ক একে অপরকে এড়িয়ে যান।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ জানাতেই এশিয়া কাপে সালমান আলী আগাদের সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবের দল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গেও ভারতের রাজনৈতিক উত্তেজনা প্রকট আকার ধারণ করেছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক খারাপ হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি নিজেদের সিদ্ধান্তে অনড়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত