নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
ঢাকায় আজ অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এজিএম উপলক্ষে এশিয়ান ক্রিকেট বোর্ডের কর্তাদের ঢাকায় পা রাখা। সভায় ১৩ দেশের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা না এলেও তাঁরা যুক্ত হয়েছিলেন অনলাইনে। শ্রীলঙ্কাও ভার্চুয়ালি যুক্ত হয়েছিল সভায়। সভায় অংশ নিতে ভারত-শ্রীলঙ্কাকে সভায় রাজি করানোর পেছনে বিসিবির বিশেষ অবদান রয়েছে বলে শোনা যাচ্ছে।
এশিয়ান ক্রিকেটের নীতিনির্ধারকদের এক ছাতার নিচে আনায় বিশেষ প্রশংসিত হচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এসিসি সভাপতি মহসিন নাকভি বুলবুল ও বিসিবিকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘এজিএম মিটিং খুব ভালোভাবে হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই, আমিনুল ভাইকে তাঁর আতিথেয়তা ও বিসিবিকে তাদের অসাধারণ আয়োজনের জন্য। আমরা ক্রিকেটের উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের সংস্থায় কোনো রাজনীতি চাই না।’
এশিয়া কাপ নিয়ে দ্রুত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এসিসির আরও আলোচনা হবে। নাকভি বলেন, ‘এ বিষয়ে শিগগির ঘোষণা দেওয়া হবে। আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করছি, আশা করছি, খুব দ্রুত এর সমাধান হবে।’ সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে আরব আমিরাতে হতে যাচ্ছে ২০২৫ এশিয়া কাপ।
ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সংশয় থাকলেও বিসিবি সভাপতির মধ্যস্থতায় সে সমস্যার সমাধান হওয়ায় সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এসিসি সভাপতি নাকভি। তিনি বলেন, ‘সবাই মিলে আমরা ক্রিকেটের স্বার্থে কাজ করছি, ভবিষ্যতেও করব।’
এজিএম শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসিসির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের শেষ টি-টোয়েন্টি উপভোগ করেন। এশিয়ান ক্রিকেটকে এক ছাতার নিচে আনার কাজটি করতে পেরে বুলবুলের মুখেও তৃপ্তি। রাতে আজকের পত্রিকাকে বললেন, ‘আমরা খুব তাড়াতাড়ি এশিয়ান ক্রিকেটের লিডার হব ইনশা আল্লাহ।’
অতিথিদের মিরপুরে খেলার দিনে বাংলাদেশ হেরেছে পাকিস্তানের কাছে। যদিও লিটনরা গত ম্যাচেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছিল।

এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
ঢাকায় আজ অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এজিএম উপলক্ষে এশিয়ান ক্রিকেট বোর্ডের কর্তাদের ঢাকায় পা রাখা। সভায় ১৩ দেশের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা না এলেও তাঁরা যুক্ত হয়েছিলেন অনলাইনে। শ্রীলঙ্কাও ভার্চুয়ালি যুক্ত হয়েছিল সভায়। সভায় অংশ নিতে ভারত-শ্রীলঙ্কাকে সভায় রাজি করানোর পেছনে বিসিবির বিশেষ অবদান রয়েছে বলে শোনা যাচ্ছে।
এশিয়ান ক্রিকেটের নীতিনির্ধারকদের এক ছাতার নিচে আনায় বিশেষ প্রশংসিত হচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এসিসি সভাপতি মহসিন নাকভি বুলবুল ও বিসিবিকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘এজিএম মিটিং খুব ভালোভাবে হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই, আমিনুল ভাইকে তাঁর আতিথেয়তা ও বিসিবিকে তাদের অসাধারণ আয়োজনের জন্য। আমরা ক্রিকেটের উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের সংস্থায় কোনো রাজনীতি চাই না।’
এশিয়া কাপ নিয়ে দ্রুত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এসিসির আরও আলোচনা হবে। নাকভি বলেন, ‘এ বিষয়ে শিগগির ঘোষণা দেওয়া হবে। আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করছি, আশা করছি, খুব দ্রুত এর সমাধান হবে।’ সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে আরব আমিরাতে হতে যাচ্ছে ২০২৫ এশিয়া কাপ।
ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সংশয় থাকলেও বিসিবি সভাপতির মধ্যস্থতায় সে সমস্যার সমাধান হওয়ায় সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এসিসি সভাপতি নাকভি। তিনি বলেন, ‘সবাই মিলে আমরা ক্রিকেটের স্বার্থে কাজ করছি, ভবিষ্যতেও করব।’
এজিএম শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসিসির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের শেষ টি-টোয়েন্টি উপভোগ করেন। এশিয়ান ক্রিকেটকে এক ছাতার নিচে আনার কাজটি করতে পেরে বুলবুলের মুখেও তৃপ্তি। রাতে আজকের পত্রিকাকে বললেন, ‘আমরা খুব তাড়াতাড়ি এশিয়ান ক্রিকেটের লিডার হব ইনশা আল্লাহ।’
অতিথিদের মিরপুরে খেলার দিনে বাংলাদেশ হেরেছে পাকিস্তানের কাছে। যদিও লিটনরা গত ম্যাচেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছিল।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে