Ajker Patrika

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বগুড়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে আমন্ত্রিত অতিথিরা। ছবি: আয়োজকদের সৌজন্যে
বগুড়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে আমন্ত্রিত অতিথিরা। ছবি: আয়োজকদের সৌজন্যে

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ, বগুড়ার আয়োজনে গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শুরু হয়েছে ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হবে আগামীকাল শনিবার (১০ জানুয়ারি)।/

বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার জায়গা পেয়েছে ৩২টি দেশের ৭৪টি চলচ্চিত্র। গতকাল উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক সুপিন বর্মণ, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের চেয়ারম্যান এম রহমান সাগর, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান সন্তোষ সুবেদী, নির্মাতা রাজিবুল হোসাইন, উৎসব উপদেষ্টা পলাশ খন্দকার প্রমুখ।

উৎসব পরিচালক সুপিন বর্মণ জানান, এবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে সেরা চলচ্চিত্রের পুরস্কার। আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম, ওপেন ডোর শর্ট ক্যাটাগরিসহ থাকছে ন্যাশনাল ফিল্ম কমপিটিশন। দেওয়া হবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড।

বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে আজ বেলা ৩টা থেকে এবং আগামীকাল সকাল ১০টা থেকে চলবে চলচ্চিত্র প্রদর্শনী। উৎসবে দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজকসহ অনেকে। ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬ দেশের ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত