Ajker Patrika

মৃত নারী-শিশুদের ধর্ষণের আসামির ৩ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
মৃত নারী-শিশুদের ধর্ষণের আসামির ৩ দিনের রিমান্ড

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে এক মৃত নারী ও শিশু ধর্ষণের মামলায় পাহারাদার মো. সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ। এর আগে গতকাল সোমবার সেলিমকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা করে।

জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৩২ বছরের এক মৃত নারীর সঙ্গে এবং সে বছর এপ্রিলে ১২ বছর বয়সী শিশুর মৃতদেহ চমেক হাসপাতালের লাশকাটা ঘরে আনা হয়েছিল। এদের মরদেহের ‘হাই ভেজাইনাল সোয়াব (এইচভিএস) ’ পরীক্ষার জন্য সিআইডির ঢাকা ল্যাবরেটরিতে পাঠিয়েছিলেন। পরীক্ষায় দুই মরদেহে শুক্রাণু পাওয়া যায়। পরীক্ষকেরা যা ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ে একই ব্যক্তির বলে নিশ্চিত হন।

সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগী দুজনের ধর্ষণ বা আঘাতের কোনো আলামত না থাকলেও এদের দেহে একই ব্যক্তির শুক্রাণু পাওয়ার বিষয়ে প্রাথমিক তদন্তে তা সেলিমের বলে নিশ্চিত হয়ে সি আইডি সেলিমকে জিজ্ঞাসাবাদ করে। সেলিম মৃত নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার বিষয়টি স্বীকার করেন। গতকাল সিআইডি পুলিশ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত