পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে ৭২ নম্বর শেখমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী মো. আলমগীর হোসেন হাওলাদারের বিরুদ্ধে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি চেপে যাওয়ার জন্য অভিযুক্তের চাচা স্কুলশিক্ষক মো. সাইদুর রহমান হাওলাদার চাপ দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, গত সোমবার (২৫ জুলাই) স্কুল ছুটির পর ওই শিক্ষিকা শিক্ষকদের কক্ষ থেকে বের হওয়ার সময় নৈশপ্রহরী আলমগীর হোসেন তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন।
ভুক্তভোগী ওই স্কুল শিক্ষিকার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘আলমগীর শয়তানের প্ররোচনায় দুষ্টামি করেছে। আমি ওই সময় তাকে কয়েকটি থাপ্পড় দিয়েছি। বিষয়টি তার চাচা স্কুলশিক্ষক সাইদুর রহমান এসে বিচার করেছেন। পরবর্তীতে সে কখনো এমন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।’
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি হালদার বলেন, ‘বিষয়টি নিয়ে নিউজ করার দরকার নাই। তেমন কোনো ঘটনা না, মিট করে দিয়েছি।’
অভিযুক্ত নৈশপ্রহরীর ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি জবাব দেননি।
নৈশপ্রহরীর চাচা স্কুলশিক্ষক সাঈদুর রহমান বলেন, এ বিষয়ে কোনো মীমাংসা তিনি করেননি। এমনকি ওই ধরনের কোনো বৈঠকে যাননি বলেও দাবি করেন।
জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন, ‘এ ঘটনার পর স্থানীয় অনেকেই ফোন দিয়ে আমাকে বিষয়টি জানিয়েছেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে বিষয়টি শুনেছি। আগামী রোববার (৩১ জুলাই) অফিসে গিয়ে তারপর ওই স্কুলে যাব।’

পিরোজপুরের নাজিরপুরে ৭২ নম্বর শেখমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী মো. আলমগীর হোসেন হাওলাদারের বিরুদ্ধে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি চেপে যাওয়ার জন্য অভিযুক্তের চাচা স্কুলশিক্ষক মো. সাইদুর রহমান হাওলাদার চাপ দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, গত সোমবার (২৫ জুলাই) স্কুল ছুটির পর ওই শিক্ষিকা শিক্ষকদের কক্ষ থেকে বের হওয়ার সময় নৈশপ্রহরী আলমগীর হোসেন তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন।
ভুক্তভোগী ওই স্কুল শিক্ষিকার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘আলমগীর শয়তানের প্ররোচনায় দুষ্টামি করেছে। আমি ওই সময় তাকে কয়েকটি থাপ্পড় দিয়েছি। বিষয়টি তার চাচা স্কুলশিক্ষক সাইদুর রহমান এসে বিচার করেছেন। পরবর্তীতে সে কখনো এমন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।’
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি হালদার বলেন, ‘বিষয়টি নিয়ে নিউজ করার দরকার নাই। তেমন কোনো ঘটনা না, মিট করে দিয়েছি।’
অভিযুক্ত নৈশপ্রহরীর ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি জবাব দেননি।
নৈশপ্রহরীর চাচা স্কুলশিক্ষক সাঈদুর রহমান বলেন, এ বিষয়ে কোনো মীমাংসা তিনি করেননি। এমনকি ওই ধরনের কোনো বৈঠকে যাননি বলেও দাবি করেন।
জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন, ‘এ ঘটনার পর স্থানীয় অনেকেই ফোন দিয়ে আমাকে বিষয়টি জানিয়েছেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে বিষয়টি শুনেছি। আগামী রোববার (৩১ জুলাই) অফিসে গিয়ে তারপর ওই স্কুলে যাব।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে