
থাইল্যান্ডে দুই বছর বয়সী মেয়ে ও দুই শিশুপুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি মোট পাঁচ শিশুসন্তানকে হত্যা করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রান্নাঘরের মেঝে খুঁড়ে দুই বছর বয়সী মেয়ের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ সন্দেহ করছে, অভিযুক্ত সঙসাক সঙস্যাঙ তাঁর আগের সংসারের দুই শিশুপুত্রকেও হত্যা করেছেন। সঙসাকের এক স্ত্রী জানিয়েছেন, তিনি এর আগে আরও দুই শিশুপুত্রকে হত্যা করেছেন।
সঙসাকের বরাত দিয়ে পুলিশ বলেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং শিশুর কান্নার শব্দ সহ্য করতে পারেন না। এ কারণেই সন্তানদের হত্যা করেছেন।
দুই বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে সঙসাকের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগের সংসারের দুটি ছেলেকে হত্যা করার দায়ে তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। সঙসাক চার বিয়ে করেছেন।
চলতি মাসের শুরুতে পুলিশ ব্যাংককের বাং খেন এলাকায় গৃহ নির্যাতন সংঘটিত হচ্ছে বলে সন্দেহ করছিল। সঙসাকের প্রতিবেশীরা অভিযোগ করেন, তাঁর ১২ ও ৪ বছরের দুই মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ মা–বাবার অনুপস্থিতিতে দুই মেয়েকে বাড়ি থেকে উদ্ধার করে।
১২ বছর বয়সী মেয়ে পুলিশকে জানায়, তাঁদের মা–বাবা তাঁর দুই বছর বয়সী বোনকে পিটিয়ে হত্যা করেছেন। গত সপ্তাহে তাঁর সাহায্যে পুলিশ থাইল্যান্ডের উত্তর–পশ্চিম অঞ্চলে তাঁদের বাড়ির রান্নাঘরের মেঝেতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।
১০ বছর আগে পুলিশ সঙসাকের তৃতীয় সংসারের আরও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে। থাইল্যান্ডের পুলিশ সে দুই সন্তানকে হত্যার জন্যও সঙসাককে অভিযুক্ত করেছে।
সঙসাক মোট চার শিশুপুত্রকে হত্যা করেছেন বলে তাঁর তৃতীয় স্ত্রী দাবি করেছেন। এক কন্যা ও দুই শিশুপুত্রের লাশ পাওয়া গেছে। বাকি দুই শিশুর লাশ সমাহিত করার স্থান পুলিশকে জানিয়েছেন সঙসাকের তৃতীয় স্ত্রী।
পুলিশের ধারণা, অন্য দুই শিশুকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে এখন পেট্রল স্টেশন রয়েছে।

থাইল্যান্ডে দুই বছর বয়সী মেয়ে ও দুই শিশুপুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি মোট পাঁচ শিশুসন্তানকে হত্যা করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রান্নাঘরের মেঝে খুঁড়ে দুই বছর বয়সী মেয়ের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ সন্দেহ করছে, অভিযুক্ত সঙসাক সঙস্যাঙ তাঁর আগের সংসারের দুই শিশুপুত্রকেও হত্যা করেছেন। সঙসাকের এক স্ত্রী জানিয়েছেন, তিনি এর আগে আরও দুই শিশুপুত্রকে হত্যা করেছেন।
সঙসাকের বরাত দিয়ে পুলিশ বলেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং শিশুর কান্নার শব্দ সহ্য করতে পারেন না। এ কারণেই সন্তানদের হত্যা করেছেন।
দুই বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে সঙসাকের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগের সংসারের দুটি ছেলেকে হত্যা করার দায়ে তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। সঙসাক চার বিয়ে করেছেন।
চলতি মাসের শুরুতে পুলিশ ব্যাংককের বাং খেন এলাকায় গৃহ নির্যাতন সংঘটিত হচ্ছে বলে সন্দেহ করছিল। সঙসাকের প্রতিবেশীরা অভিযোগ করেন, তাঁর ১২ ও ৪ বছরের দুই মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ মা–বাবার অনুপস্থিতিতে দুই মেয়েকে বাড়ি থেকে উদ্ধার করে।
১২ বছর বয়সী মেয়ে পুলিশকে জানায়, তাঁদের মা–বাবা তাঁর দুই বছর বয়সী বোনকে পিটিয়ে হত্যা করেছেন। গত সপ্তাহে তাঁর সাহায্যে পুলিশ থাইল্যান্ডের উত্তর–পশ্চিম অঞ্চলে তাঁদের বাড়ির রান্নাঘরের মেঝেতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।
১০ বছর আগে পুলিশ সঙসাকের তৃতীয় সংসারের আরও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে। থাইল্যান্ডের পুলিশ সে দুই সন্তানকে হত্যার জন্যও সঙসাককে অভিযুক্ত করেছে।
সঙসাক মোট চার শিশুপুত্রকে হত্যা করেছেন বলে তাঁর তৃতীয় স্ত্রী দাবি করেছেন। এক কন্যা ও দুই শিশুপুত্রের লাশ পাওয়া গেছে। বাকি দুই শিশুর লাশ সমাহিত করার স্থান পুলিশকে জানিয়েছেন সঙসাকের তৃতীয় স্ত্রী।
পুলিশের ধারণা, অন্য দুই শিশুকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে এখন পেট্রল স্টেশন রয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫