ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বিরুদ্ধে ইউনিয়ন ভূমি অফিসের লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। অফিস চত্বরে রোপণ করা লক্ষাধিক টাকা মূল্যের দুটি মেহগনিগাছ গত শুক্রবার সরকারি ছুটির দিনে কাটা হয়।
অভিযুক্ত সরকারি কর্মচারীর নাম মো. নাসির উদ্দিন। তিনি উপজেলার দলদলী ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।
স্থানীয়রা বলেন, তাঁরা অবৈধভাবে গাছ কাটার কথা জানতে চেয়েছিলেন, কিন্তু অফিসের ফার্নিচার বানানোর জন্য গাছগুলো কাটা হচ্ছে বলে জানান মো. নাসির উদ্দিন। গাছগুলো কাটার ফলে গর্তের সৃষ্টি হয়। পরে সেখানে মাটি ভরাট করে দেন তিনি। এরপর সেই গাছ চাঁপাইনবাবগঞ্জ নিয়ে গিয়ে গোপন করা হয়।
জানা গেছে, গাছগুলো কেটে ট্রলিতে বোঝাই করে চাঁপাইনবাবগঞ্জে মো. নাসিরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেগুলো তাঁর বাড়িতে পৌঁছে দেন দলদলী গ্রামের ট্রলিচালক মো. উজির।
এ বিষয়ে ট্রলিচালক মো. উজির বলেন, গাছগুলো পৌঁছে দেওয়ার জন্য আড়াই হাজার টাকায় তাঁর ট্রলি ভাড়া করা হয়েছিল। এর মধ্যে দুই হাজার টাকা পরিশোধ করেন মো. নাসির।
ট্রলিচালক আরও বলেন, গাছের মোটা অংশ বিশ্বরোড করাতকলে রেখে বাকিগুলো তাঁর বাড়িতে রেখে আসেন।
গাছ কাটার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন দলদলী গ্রামের লাট্টু নামের একজন। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব ছোটখাটো বিষয় নিয়ে কিছু না করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে মো. নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘পূর্বের স্যারকে বলে গাছ কেটেছি। কিছু বলার থাকলে ইউএনও স্যারকে বলেন।’
উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, গাছ কাটার ব্যাপারে তিনি কিছু জানেন না। তাঁকে না জানিয়ে ছুটির দিন গাছ কেটে নিয়ে গেছেন মো. নাসির। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ইচ্ছেমতো নিজের গাছ কাটতে পারবেন না বলে চলতি বছরে মন্ত্রিপরিষদের সভায় সিদ্ধান্ত হয়। কিন্তু তা অমান্য করে চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নাসির উদ্দিন অফিস চত্বরে রোপণ করা গাছ কেটে ফেলেন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বিরুদ্ধে ইউনিয়ন ভূমি অফিসের লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। অফিস চত্বরে রোপণ করা লক্ষাধিক টাকা মূল্যের দুটি মেহগনিগাছ গত শুক্রবার সরকারি ছুটির দিনে কাটা হয়।
অভিযুক্ত সরকারি কর্মচারীর নাম মো. নাসির উদ্দিন। তিনি উপজেলার দলদলী ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।
স্থানীয়রা বলেন, তাঁরা অবৈধভাবে গাছ কাটার কথা জানতে চেয়েছিলেন, কিন্তু অফিসের ফার্নিচার বানানোর জন্য গাছগুলো কাটা হচ্ছে বলে জানান মো. নাসির উদ্দিন। গাছগুলো কাটার ফলে গর্তের সৃষ্টি হয়। পরে সেখানে মাটি ভরাট করে দেন তিনি। এরপর সেই গাছ চাঁপাইনবাবগঞ্জ নিয়ে গিয়ে গোপন করা হয়।
জানা গেছে, গাছগুলো কেটে ট্রলিতে বোঝাই করে চাঁপাইনবাবগঞ্জে মো. নাসিরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেগুলো তাঁর বাড়িতে পৌঁছে দেন দলদলী গ্রামের ট্রলিচালক মো. উজির।
এ বিষয়ে ট্রলিচালক মো. উজির বলেন, গাছগুলো পৌঁছে দেওয়ার জন্য আড়াই হাজার টাকায় তাঁর ট্রলি ভাড়া করা হয়েছিল। এর মধ্যে দুই হাজার টাকা পরিশোধ করেন মো. নাসির।
ট্রলিচালক আরও বলেন, গাছের মোটা অংশ বিশ্বরোড করাতকলে রেখে বাকিগুলো তাঁর বাড়িতে রেখে আসেন।
গাছ কাটার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন দলদলী গ্রামের লাট্টু নামের একজন। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব ছোটখাটো বিষয় নিয়ে কিছু না করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে মো. নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘পূর্বের স্যারকে বলে গাছ কেটেছি। কিছু বলার থাকলে ইউএনও স্যারকে বলেন।’
উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, গাছ কাটার ব্যাপারে তিনি কিছু জানেন না। তাঁকে না জানিয়ে ছুটির দিন গাছ কেটে নিয়ে গেছেন মো. নাসির। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ইচ্ছেমতো নিজের গাছ কাটতে পারবেন না বলে চলতি বছরে মন্ত্রিপরিষদের সভায় সিদ্ধান্ত হয়। কিন্তু তা অমান্য করে চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নাসির উদ্দিন অফিস চত্বরে রোপণ করা গাছ কেটে ফেলেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে