ময়মনসিংহ প্রতিনিধি

নেত্রকোনা মডেল থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নলদিঘী গ্রামের ফরহাদ হোসেন। চাচার সঙ্গে পুকুরপাড় নিয়ে পূর্ববিরোধে ঈদের ছুটিতে এসে ২২ এপ্রিল কুপিয়ে হত্যা করেন চাচা শহীদ মিয়াকে (৪৫)। এ ঘটনায় কুপিয়ে আহত করা হয় আরও তিনজনকে। এ রকম ঘটনা হরহামেশা ঘটছে ময়মনসিংহে জেলায়।
জমির সীমানা নিয়ে বিরোধ, সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধে একের পর এক হত্যার ঘটনায় অশান্ত হয়ে উঠছে ময়মনসিংহ। চালককে খুন করে ইজিবাইক ছিনতাই কিংবা টাকা ছিনতাই করতেও খুন করা হচ্ছে। চলতি বছরের চার মাসেই জেলায় ৩৪টি খুনের ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরোধে কোনো সংঘাত ও হত্যা না হলেও পারিবারিক এবং জমি নিয়ে বিরোধে প্রাণহানি বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে নাগরিকদের।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ৩৪টি খুনের ঘটনা ঘটেছে। এর আগে ২০২২ সালে জেলায় খুন হয় ১০৯ জন, কিন্তু ২০২১ সালে খুন হয় ৮১ জন। ২০২১ সালের চেয়ে ২০২২ সালে জেলায় খুনের সংখ্যা বাড়ে। কিছু ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, এসব খুনের বেশির ভাগ ঘটেছে নিজেদের মধ্যে জমি নিয়ে বিরোধে।
একের পর এক এসব হত্যাকাণ্ডের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার জোট ময়মনসিংহের সভাপতি নজরুল ইসলাম চুন্নু বলেন, মানুষের মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি স্থানীয় বিচারকার্য কমে যাওয়ায় খুনোখুনির ঘটনা বেশি ঘটছে। এসব কমিয়ে আনতে ইউনিয়ন পর্যায়ে বিচারিক ক্ষমতা বাড়াতে হবে।
ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন বলেন, মূলত পারিবারিক সম্পর্ক দুর্বল হওয়া, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় এবং আত্মকেন্দ্রিক মানসিকতার কারণে অসহিষ্ণু হয়ে পড়েছে মানুষ। যার কারণে একে অপরকে খুন করতে দ্বিধাবোধ করছে না। এর উত্তরণে কাউন্সেলিং বাড়াতে হবে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, বেশির ভাগ হত্যা হয়েছে পারিবারিক বিভিন্ন অশান্তি, পূর্ববিরোধ ও জমিসংক্রান্ত বিরোধ থেকে। পূর্ববিরোধের যে বিষয়গুলো আছে, সেগুলোও শনাক্ত করে বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

নেত্রকোনা মডেল থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নলদিঘী গ্রামের ফরহাদ হোসেন। চাচার সঙ্গে পুকুরপাড় নিয়ে পূর্ববিরোধে ঈদের ছুটিতে এসে ২২ এপ্রিল কুপিয়ে হত্যা করেন চাচা শহীদ মিয়াকে (৪৫)। এ ঘটনায় কুপিয়ে আহত করা হয় আরও তিনজনকে। এ রকম ঘটনা হরহামেশা ঘটছে ময়মনসিংহে জেলায়।
জমির সীমানা নিয়ে বিরোধ, সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধে একের পর এক হত্যার ঘটনায় অশান্ত হয়ে উঠছে ময়মনসিংহ। চালককে খুন করে ইজিবাইক ছিনতাই কিংবা টাকা ছিনতাই করতেও খুন করা হচ্ছে। চলতি বছরের চার মাসেই জেলায় ৩৪টি খুনের ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরোধে কোনো সংঘাত ও হত্যা না হলেও পারিবারিক এবং জমি নিয়ে বিরোধে প্রাণহানি বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে নাগরিকদের।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ৩৪টি খুনের ঘটনা ঘটেছে। এর আগে ২০২২ সালে জেলায় খুন হয় ১০৯ জন, কিন্তু ২০২১ সালে খুন হয় ৮১ জন। ২০২১ সালের চেয়ে ২০২২ সালে জেলায় খুনের সংখ্যা বাড়ে। কিছু ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, এসব খুনের বেশির ভাগ ঘটেছে নিজেদের মধ্যে জমি নিয়ে বিরোধে।
একের পর এক এসব হত্যাকাণ্ডের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার জোট ময়মনসিংহের সভাপতি নজরুল ইসলাম চুন্নু বলেন, মানুষের মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি স্থানীয় বিচারকার্য কমে যাওয়ায় খুনোখুনির ঘটনা বেশি ঘটছে। এসব কমিয়ে আনতে ইউনিয়ন পর্যায়ে বিচারিক ক্ষমতা বাড়াতে হবে।
ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন বলেন, মূলত পারিবারিক সম্পর্ক দুর্বল হওয়া, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় এবং আত্মকেন্দ্রিক মানসিকতার কারণে অসহিষ্ণু হয়ে পড়েছে মানুষ। যার কারণে একে অপরকে খুন করতে দ্বিধাবোধ করছে না। এর উত্তরণে কাউন্সেলিং বাড়াতে হবে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, বেশির ভাগ হত্যা হয়েছে পারিবারিক বিভিন্ন অশান্তি, পূর্ববিরোধ ও জমিসংক্রান্ত বিরোধ থেকে। পূর্ববিরোধের যে বিষয়গুলো আছে, সেগুলোও শনাক্ত করে বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে