বিশেষ প্রতিবেদক, ঢাকা

হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন করেছে সরকার। এই ট্রাইব্যুনালে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার বিচারকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সচিবালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, হাইকোর্ট বিভাগের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরীকে ট্রাইব্যুনালের সদস্যপদে রাখা হয়েছে।
উপদেষ্টা এ তথ্য জানানোর পর গতকাল আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপদেষ্টা বলেন, ‘বিচারকাজ শুরু করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল, এটার একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা করব, অচিরেই বিচারকাজ শুরু হয়ে যাবে।’
কাজের গতি-প্রকৃতি অনুযায়ী প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের কাছে ধাপে ধাপে যে সহযোগিতা চাওয়া হবে, যদি বলা হয় প্রসিকিউশন টিমে আরও লোক দরকার, ইনভেস্টিগেশন টিমে আরও দরকার, কোনো একটি পর্যায়ে যদি মনে হয় যে আরেকটি আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল দরকার—এ রকমভাবে আমাদের কাছে সহযোগিতা চাওয়া হলে, আমরা দিতে প্রস্তুত আছি।’
ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণহত্যার সঙ্গে জড়িত অন্যদেরও বিচার এই আদালতে করা হবে।
আসিফ নজরুল জানান, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের বিচারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অগ্রাধিকার দেওয়া হবে। বিচারপতিরা হয়তো এই মাসের মধ্যে বিচারকাজ শুরু করবেন। এ জন্য পুরোনো হাইকোর্ট ভবনের সংস্কারকাজ তাড়াতাড়ি করা হচ্ছে।
আইন উপদেষ্টা বলেন, ‘আসামিপক্ষ যেকোনো দেশের আইনজীবী নিয়োগ করতে পারবেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা যে কেউ এখানে পর্যবেক্ষক হিসেবে থাকতে পারবেন। ডিজিটাল সাক্ষ্য যাতে নেওয়া যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। অংশীজনের সঙ্গে মতামত নিয়ে আইন সংশোধন করতে খসড়া করেছি। এ মাসের মধ্যে সংশোধনী চূড়ান্ত হয়ে যাবে। সংশোধনীর জন্য বিচার আটকে থাকবে না। গত সরকার সংগঠনেরও শাস্তির বিধান করে গেছে, সবাই বলেছে এই বিধান থাকা উচিত।’
গণহত্যার সঙ্গে জড়িত অনেকে পালিয়ে গেছেন স্বীকার করে আইন উপদেষ্টা বলেন, যাঁরা পালিয়ে গেছেন, তাঁদের বিচার করার বিধান এই আইনে রয়েছে। বিচারে তাঁরা যদি দোষী সাব্যস্ত হন, তাহলে যেসব দেশের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি আছে, কেউ যদি সেই দেশে থাকেন, তাহলে চুক্তি অনুযায়ী বাংলাদেশে আনার অনুরোধ করব। যাদের সঙ্গে চুক্তি নেই, সেখান থেকেও আনার চেষ্টা করব।’

হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন করেছে সরকার। এই ট্রাইব্যুনালে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার বিচারকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সচিবালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, হাইকোর্ট বিভাগের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরীকে ট্রাইব্যুনালের সদস্যপদে রাখা হয়েছে।
উপদেষ্টা এ তথ্য জানানোর পর গতকাল আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপদেষ্টা বলেন, ‘বিচারকাজ শুরু করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল, এটার একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা করব, অচিরেই বিচারকাজ শুরু হয়ে যাবে।’
কাজের গতি-প্রকৃতি অনুযায়ী প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের কাছে ধাপে ধাপে যে সহযোগিতা চাওয়া হবে, যদি বলা হয় প্রসিকিউশন টিমে আরও লোক দরকার, ইনভেস্টিগেশন টিমে আরও দরকার, কোনো একটি পর্যায়ে যদি মনে হয় যে আরেকটি আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল দরকার—এ রকমভাবে আমাদের কাছে সহযোগিতা চাওয়া হলে, আমরা দিতে প্রস্তুত আছি।’
ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণহত্যার সঙ্গে জড়িত অন্যদেরও বিচার এই আদালতে করা হবে।
আসিফ নজরুল জানান, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের বিচারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অগ্রাধিকার দেওয়া হবে। বিচারপতিরা হয়তো এই মাসের মধ্যে বিচারকাজ শুরু করবেন। এ জন্য পুরোনো হাইকোর্ট ভবনের সংস্কারকাজ তাড়াতাড়ি করা হচ্ছে।
আইন উপদেষ্টা বলেন, ‘আসামিপক্ষ যেকোনো দেশের আইনজীবী নিয়োগ করতে পারবেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা যে কেউ এখানে পর্যবেক্ষক হিসেবে থাকতে পারবেন। ডিজিটাল সাক্ষ্য যাতে নেওয়া যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। অংশীজনের সঙ্গে মতামত নিয়ে আইন সংশোধন করতে খসড়া করেছি। এ মাসের মধ্যে সংশোধনী চূড়ান্ত হয়ে যাবে। সংশোধনীর জন্য বিচার আটকে থাকবে না। গত সরকার সংগঠনেরও শাস্তির বিধান করে গেছে, সবাই বলেছে এই বিধান থাকা উচিত।’
গণহত্যার সঙ্গে জড়িত অনেকে পালিয়ে গেছেন স্বীকার করে আইন উপদেষ্টা বলেন, যাঁরা পালিয়ে গেছেন, তাঁদের বিচার করার বিধান এই আইনে রয়েছে। বিচারে তাঁরা যদি দোষী সাব্যস্ত হন, তাহলে যেসব দেশের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি আছে, কেউ যদি সেই দেশে থাকেন, তাহলে চুক্তি অনুযায়ী বাংলাদেশে আনার অনুরোধ করব। যাদের সঙ্গে চুক্তি নেই, সেখান থেকেও আনার চেষ্টা করব।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে