নিজস্ব প্রতিবেদক

ঢাকা: এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিতে সমতলের আটটি উপজাতি আসনের বিপরীতে চারটি আসনে সাধারণ শিক্ষার্থী ভর্তির ঘটনায় উপজাতি কোটায় ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
একই সঙ্গে প্রতি বছর কেন উপজাতির আসনে ভর্তির অনিয়ম হয় তা জানতে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব ও অন্য দুইজনকে রিটের প্রতিপক্ষ করা হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী শ্যামসুন্দর সিংহ জানান, এমবিবিএসে সমতলের উপজাতিদের জন্য সংরক্ষিত আটটি আসনে ভর্তির নজিরবিহীন অনিয়ম নিয়ে রিট করা হয়েছিল। সেটির ওপর প্রাথমিক শুনানি নিয়ে এই ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে এসব অনিয়মের বিরুদ্ধে রুলও জারি করা হয়েছে।
অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহ বলেন, এই আসনগুলোতে ভর্তি ও অগ্রগতি তালিকাসহ কলেজ কর্তৃপক্ষ শিডিউল অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালককে দফায় দফায় তাৎক্ষণিকভাবে জানাবে।
এই আইনজীবী জানান, নিয়ম অনুযায়ী-সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মোট আসনের দুই শতাংশ সংরক্ষিত থাকে। আর তিনটি পার্বত্য জেলার জন্য ১২টি এবং পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য জেলার পশ্চাৎপদ জনগোষ্ঠীর (উপজাতি) জন্য আটটি আসন সংরক্ষিত থাকে। কিন্তু ওই আটটি আসনে উপজাতির বদলে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকার উপজাতি নয় এমন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এমনকি চলতি বছরও এরকম চার জনকে ভর্তি করা হয়। এর পরই বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়।
রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো, রাসেল চৌধুরী।

ঢাকা: এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিতে সমতলের আটটি উপজাতি আসনের বিপরীতে চারটি আসনে সাধারণ শিক্ষার্থী ভর্তির ঘটনায় উপজাতি কোটায় ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
একই সঙ্গে প্রতি বছর কেন উপজাতির আসনে ভর্তির অনিয়ম হয় তা জানতে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব ও অন্য দুইজনকে রিটের প্রতিপক্ষ করা হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী শ্যামসুন্দর সিংহ জানান, এমবিবিএসে সমতলের উপজাতিদের জন্য সংরক্ষিত আটটি আসনে ভর্তির নজিরবিহীন অনিয়ম নিয়ে রিট করা হয়েছিল। সেটির ওপর প্রাথমিক শুনানি নিয়ে এই ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে এসব অনিয়মের বিরুদ্ধে রুলও জারি করা হয়েছে।
অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহ বলেন, এই আসনগুলোতে ভর্তি ও অগ্রগতি তালিকাসহ কলেজ কর্তৃপক্ষ শিডিউল অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালককে দফায় দফায় তাৎক্ষণিকভাবে জানাবে।
এই আইনজীবী জানান, নিয়ম অনুযায়ী-সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মোট আসনের দুই শতাংশ সংরক্ষিত থাকে। আর তিনটি পার্বত্য জেলার জন্য ১২টি এবং পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য জেলার পশ্চাৎপদ জনগোষ্ঠীর (উপজাতি) জন্য আটটি আসন সংরক্ষিত থাকে। কিন্তু ওই আটটি আসনে উপজাতির বদলে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকার উপজাতি নয় এমন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এমনকি চলতি বছরও এরকম চার জনকে ভর্তি করা হয়। এর পরই বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়।
রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো, রাসেল চৌধুরী।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে