ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় হাটবাজার উন্নয়নের নামে ২০টি প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। বেশির ভাগ প্রকল্পের কোনো কাজ হয়নি। অথচ কাজ শেষ হয়েছে দাবি করে বরাদ্দকৃত টাকা তুলে নেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে হাটবাজারের ইজারা থেকে আয়ের শতকরা ১০ ও ১৫ টাকা হারে উপজেলার বিভিন্ন হাটবাজারের উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। গত অর্থবছরই এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। যথাসময়ে ১৯টি প্রকল্পের কাজ শেষ দেখিয়ে ৬১ লাখ টাকা তুলে নেওয়া হয়। সালথা বাজারের ৯টি প্রকল্পে ২৬ লাখ টাকা, গট্টি ইউনিয়নের বালিয়া হাটে ২টি প্রকল্পে ১২ লাখ, ঠেনঠেনিয়া হাটে ৩টি প্রকল্পে ৬ লাখ, সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ১টি প্রকল্পে ২ লাখ, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া হাটে ১টি প্রকল্পে ২ লাখ, কাগদী হাটে ২টি প্রকল্পে ৩ লাখ, আটঘর ইউনিয়নের নকুলহাটি ১টি প্রকল্পে ৫ লাখ ও জয়কালীতে ১টি প্রকল্পে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
সালথা বাজারে ৯টি প্রকল্পের আওতায় মহিলা মার্কেটের পেছনে সরকারি জায়গায় বালু ভরাটকরণ, একই মার্কেটের পেছনে জোসনা কর্মকারের ঘরের পূর্বপার্শে সরকারি জায়গায় বালু ভরাটকরণ, সালথা-ইউসুফদিয়া সড়কের সরকারি জায়গায় বালু ভরাট, সালথা-ইউসুফদিয়া সড়কের হাঁটা রাস্তায় ইটের সলিং, সালথা বাজারের মাংস ও মাছবাজার সংস্কার, পেঁয়াজের গলির রাস্তা সংস্কার, কাঁচাবাজারের গলি, মাছ-মাংস বাজার গলি বালু ভরাট ও রাস্তা নির্মাণ এবং পাট বাজারের রাস্তা এইচবিবিকরণ।
সালথা বাজারের প্রকল্পগুলো ঘুরে দেখা যায়, বাজারের মহিলা মার্কেটের পেছনে বালু ভরাট ছাড়াই টাকা তুলে নেওয়া হয়েছে।
উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে বিসি রোজ জয়নুদ্দিনের দোকান থেকে পান-সুপারির হাট পর্যন্ত এইচবিবিকরণের কথা থাকলেও তা হয়নি। একই বাজারে ১০ লাখ টাকা ব্যয়ে বাজারের আরএইচডি রোড থেকে মাছবাজার পর্যন্ত এইচবিবিকরণের কথা থাকলেও কোনো কাজ না করে প্রকল্প দুটির ১২ লাখ টাকা তুলে নেওয়া হয়। একই ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে ৩টি প্রকল্পের ৬ লাখ টাকা কোনো কাজ ছাড়াই সংশ্লিষ্টরা আত্মসাৎ করেছেন বলে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন।
উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি হাটে ৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন গলি উন্নয়ন ও জয়কালী হাটে ৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন গলি উন্নয়ন প্রকল্পের কোনো কাজ না করেই ১০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।
নকুলহাটি বাজারের সভাপতি মো. আশরাফ আলী বলেন, ‘নকুলহাটি বাজারে দু-তিন বছর ধরে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। প্রকল্পের নামে উপজেলা চেয়ারম্যান টাকা আত্মসাৎ করেছেন বলে শুনেছি।’
এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, ‘হাটবাজার উন্নয়ন প্রকল্প-সংক্রান্ত কোনো কাগজপত্র আমার কাছে নেই। বিষয়টি উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ভালো বলতে পারবেন।’
তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, ‘এ প্রকল্পের কাজ না করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন; যা কাজ হয়েছে, তার প্রমাণ অফিসে সংরক্ষিত রয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বর্তমানে জেলহাজতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাছলিমা আকতার এ বিষয়ে বলেন, ‘আমি যোগদানের আগে হাটের উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন হয়েছে। যেহেতু ওই প্রকল্পগুলো নিয়ে অভিযোগ উঠেছে, সেহেতু বিষয়টি খতিয়ে দেখা হবে।’

ফরিদপুরের সালথা উপজেলায় হাটবাজার উন্নয়নের নামে ২০টি প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। বেশির ভাগ প্রকল্পের কোনো কাজ হয়নি। অথচ কাজ শেষ হয়েছে দাবি করে বরাদ্দকৃত টাকা তুলে নেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে হাটবাজারের ইজারা থেকে আয়ের শতকরা ১০ ও ১৫ টাকা হারে উপজেলার বিভিন্ন হাটবাজারের উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। গত অর্থবছরই এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। যথাসময়ে ১৯টি প্রকল্পের কাজ শেষ দেখিয়ে ৬১ লাখ টাকা তুলে নেওয়া হয়। সালথা বাজারের ৯টি প্রকল্পে ২৬ লাখ টাকা, গট্টি ইউনিয়নের বালিয়া হাটে ২টি প্রকল্পে ১২ লাখ, ঠেনঠেনিয়া হাটে ৩টি প্রকল্পে ৬ লাখ, সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ১টি প্রকল্পে ২ লাখ, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া হাটে ১টি প্রকল্পে ২ লাখ, কাগদী হাটে ২টি প্রকল্পে ৩ লাখ, আটঘর ইউনিয়নের নকুলহাটি ১টি প্রকল্পে ৫ লাখ ও জয়কালীতে ১টি প্রকল্পে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
সালথা বাজারে ৯টি প্রকল্পের আওতায় মহিলা মার্কেটের পেছনে সরকারি জায়গায় বালু ভরাটকরণ, একই মার্কেটের পেছনে জোসনা কর্মকারের ঘরের পূর্বপার্শে সরকারি জায়গায় বালু ভরাটকরণ, সালথা-ইউসুফদিয়া সড়কের সরকারি জায়গায় বালু ভরাট, সালথা-ইউসুফদিয়া সড়কের হাঁটা রাস্তায় ইটের সলিং, সালথা বাজারের মাংস ও মাছবাজার সংস্কার, পেঁয়াজের গলির রাস্তা সংস্কার, কাঁচাবাজারের গলি, মাছ-মাংস বাজার গলি বালু ভরাট ও রাস্তা নির্মাণ এবং পাট বাজারের রাস্তা এইচবিবিকরণ।
সালথা বাজারের প্রকল্পগুলো ঘুরে দেখা যায়, বাজারের মহিলা মার্কেটের পেছনে বালু ভরাট ছাড়াই টাকা তুলে নেওয়া হয়েছে।
উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে বিসি রোজ জয়নুদ্দিনের দোকান থেকে পান-সুপারির হাট পর্যন্ত এইচবিবিকরণের কথা থাকলেও তা হয়নি। একই বাজারে ১০ লাখ টাকা ব্যয়ে বাজারের আরএইচডি রোড থেকে মাছবাজার পর্যন্ত এইচবিবিকরণের কথা থাকলেও কোনো কাজ না করে প্রকল্প দুটির ১২ লাখ টাকা তুলে নেওয়া হয়। একই ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে ৩টি প্রকল্পের ৬ লাখ টাকা কোনো কাজ ছাড়াই সংশ্লিষ্টরা আত্মসাৎ করেছেন বলে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন।
উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি হাটে ৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন গলি উন্নয়ন ও জয়কালী হাটে ৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন গলি উন্নয়ন প্রকল্পের কোনো কাজ না করেই ১০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।
নকুলহাটি বাজারের সভাপতি মো. আশরাফ আলী বলেন, ‘নকুলহাটি বাজারে দু-তিন বছর ধরে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। প্রকল্পের নামে উপজেলা চেয়ারম্যান টাকা আত্মসাৎ করেছেন বলে শুনেছি।’
এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, ‘হাটবাজার উন্নয়ন প্রকল্প-সংক্রান্ত কোনো কাগজপত্র আমার কাছে নেই। বিষয়টি উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ভালো বলতে পারবেন।’
তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, ‘এ প্রকল্পের কাজ না করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন; যা কাজ হয়েছে, তার প্রমাণ অফিসে সংরক্ষিত রয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বর্তমানে জেলহাজতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তাছলিমা আকতার এ বিষয়ে বলেন, ‘আমি যোগদানের আগে হাটের উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন হয়েছে। যেহেতু ওই প্রকল্পগুলো নিয়ে অভিযোগ উঠেছে, সেহেতু বিষয়টি খতিয়ে দেখা হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে