Ajker Patrika

গ্রাহককে ইভ্যালির এমডির প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৩৩
গ্রাহককে ইভ্যালির এমডির প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন একজন ভুক্তভোগী। ভুক্তভোগীর নাম আরিফ বাকের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানায় অভিযোগ করেছেন তিনি। 

জানা গেছে, বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী সশরীরে গুলশান থানায় উপস্থিত হয়ে লিখিত আবেদন জমা দেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ইভ্যালিতে মোট তিন লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য বা টাকা বুঝে পেতে কয়েকবার প্রতিষ্ঠানটির দ্বারস্থ হন ভুক্তভোগী আরিফ বাকের। সবশেষ গত ১০ সেপ্টেম্বর পাওনা টাকা বুঝে পেতে কয়েকজন বন্ধু মিলে ইভ্যালির অফিসে যান তিনি। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল উত্তেজিত হয়ে তাঁর কক্ষ থেকে বের হয়ে বাকের ও তাঁর বন্ধুদের প্রাণনাশের হুমকি দেন। সেখানে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনও উপস্থিত ছিলেন বলে লিখিত অভিযোগ থেকে জানা গেছে। 

অভিযোগ থেকে জানা গেছে, এসময় শামীমা নাসরিনও তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার, ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্ত শেষে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হতে পারে।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান জানান, একজন ভুক্তভোগী ইভ্যালির এমডির বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। প্রতিষ্ঠানটির অফিস ধানমন্ডি থানা এলাকায় আর ভুক্তভোগীর বাসা গুলশান এলাকায়। তাঁর কাছ থেকে অভিযোগের একটি কপি আমরা রেখেছি। সকালে জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি দেখে সিদ্ধান্ত জানাবেন। 

এদিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে গণমাধ্যমে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান।

হাফিজ বলেন, ১০টি ই–কমার্স প্রতিষ্ঠানের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়া হয়েছিল। একটি পাওয়া গেছে। বাকিগুলোর তথ্যও আসবে। বৈঠকে ধামাকা, ই–অরেঞ্জ ইত্যাদির কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত