Ajker Patrika

পুঁজিবাজারে ৫ বছরের জন্য নিষিদ্ধ তানিয়া-মাহবুব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তানিয়া শারমিন ও মাহবুব এইচ মজুমদার। ছবি: সংগৃহীত
তানিয়া শারমিন ও মাহবুব এইচ মজুমদার। ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে গুরুতর অনিয়মের অভিযোগে দুই সাবেক প্রধান নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী মাহবুব এইচ মজুমদারকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারসংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, রিং শাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও ব্যবস্থাপনার সময় তাঁরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর একাধিক বিধান লঙ্ঘন করেছেন। এ ধরনের অনিয়ম বাজারের স্বচ্ছতা ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ, যা সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের আস্থা ও বাজার উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলে।

কমিশন মনে করে, তানিয়া শারমিন এবং মাহবুব এইচ মজুমদারকে বাংলাদেশের পুঁজিবাজার-সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাই, এই আদেশ জারির তারিখ থেকে ৫ বছরের জন্য বাংলাদেশের পুঁজিবাজার-সম্পর্কিত যেকোনো দায়িত্ব বা কার্যকলাপ থেকে তাঁদের বিরত রাখার নির্দেশ দেওয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, পুঁজিবাজারের উন্নয়নে কাজ করছে বর্তমান কমিশন। পুঁজিবাজারের সংস্কারসহ যেকোনো ধরনের অনিয়ম সংঘটিত হয়ে থাকলে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার গঠনে দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত