নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে গুরুতর অনিয়মের অভিযোগে দুই সাবেক প্রধান নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী মাহবুব এইচ মজুমদারকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারসংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, রিং শাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও ব্যবস্থাপনার সময় তাঁরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর একাধিক বিধান লঙ্ঘন করেছেন। এ ধরনের অনিয়ম বাজারের স্বচ্ছতা ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ, যা সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের আস্থা ও বাজার উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলে।
কমিশন মনে করে, তানিয়া শারমিন এবং মাহবুব এইচ মজুমদারকে বাংলাদেশের পুঁজিবাজার-সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাই, এই আদেশ জারির তারিখ থেকে ৫ বছরের জন্য বাংলাদেশের পুঁজিবাজার-সম্পর্কিত যেকোনো দায়িত্ব বা কার্যকলাপ থেকে তাঁদের বিরত রাখার নির্দেশ দেওয়া হয়।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, পুঁজিবাজারের উন্নয়নে কাজ করছে বর্তমান কমিশন। পুঁজিবাজারের সংস্কারসহ যেকোনো ধরনের অনিয়ম সংঘটিত হয়ে থাকলে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার গঠনে দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান কমিশন।

পুঁজিবাজারে গুরুতর অনিয়মের অভিযোগে দুই সাবেক প্রধান নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী মাহবুব এইচ মজুমদারকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারসংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, রিং শাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও ব্যবস্থাপনার সময় তাঁরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর একাধিক বিধান লঙ্ঘন করেছেন। এ ধরনের অনিয়ম বাজারের স্বচ্ছতা ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ, যা সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের আস্থা ও বাজার উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলে।
কমিশন মনে করে, তানিয়া শারমিন এবং মাহবুব এইচ মজুমদারকে বাংলাদেশের পুঁজিবাজার-সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাই, এই আদেশ জারির তারিখ থেকে ৫ বছরের জন্য বাংলাদেশের পুঁজিবাজার-সম্পর্কিত যেকোনো দায়িত্ব বা কার্যকলাপ থেকে তাঁদের বিরত রাখার নির্দেশ দেওয়া হয়।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, পুঁজিবাজারের উন্নয়নে কাজ করছে বর্তমান কমিশন। পুঁজিবাজারের সংস্কারসহ যেকোনো ধরনের অনিয়ম সংঘটিত হয়ে থাকলে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার গঠনে দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান কমিশন।

দেশের নির্মাণসামগ্রী খাতে নতুন মাত্রা যোগ করেছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। সারা বিশ্বেই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বর্তমানে বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের প্রচলন আমাদের দেশে এখনো তুলনামূলকভাবে নতুন।
৪০ মিনিট আগে
চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৫ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৫ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১৫ ঘণ্টা আগে