
আবারও কানাডা ও যুক্তরাষ্ট্রের ওপর শুল্কারোপ স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হলেও, এখন দেশ দু’টি থেকে আমদানিকৃত বেশির ভাগ পণ্যের ওপর আর সেটি কার্যকর হবে না। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
সম্প্রচার মাধ্যম আল–জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশ দু’টির ওপর শুল্ক স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট। এবারের স্থগিতাদেশ আগামী ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল বৃহস্পতিবার সকালে কেবল মেক্সিকোর জন্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বিকেলে স্বাক্ষরিত সংশোধনীতে কানাডাকেও অন্তর্ভুক্ত করা হয়।
ট্রাম্পের শুল্ক স্থগিতের ঘোষণার পর মার্কিন পণ্যের ওপর যে ১২৫ কানাডিয়ান ডলারের শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল কানাডা, সেটিও ২ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এক্স হ্যান্ডলে এক পোস্টে দেশটি অর্থমন্ত্রী ডোমিনিক লেব্ল্যাঙ্ক এ তথ্য জানিয়েছে।
শুল্ক ইস্যুতে হোয়াইট হাউসের সংশোধিত আদেশ অনুযায়ী, পটাশের ওপর থাকছে না কোনো শুল্ক। তবে, জ্বালানি পণ্যের ওপর ট্রাম্প যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তা বহাল থাকছে। কারণ হিসেবে বলা হচ্ছে, কানাডা থেকে আমদানি করা জ্বালানি পণ্য ইউএসএমসিএ বাণিজ্য চুক্তির আওতায় পড়ে না।
ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, ফেন্টানিল ইস্যুতে মেক্সিকো ও কানাডা যদি যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে ২ এপ্রিল থেকে সবকিছুর ওপর কার্যকর হবে মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্কনীতি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে তিনি বলেন, ‘আশা করি, সীমান্ত দিয়ে ফেন্টানিলের প্রবেশ পাচার বন্ধে যথাযথ পদক্ষেপ নেবে মেক্সিকো ও কানাডা। এবং আমরা শুধু শুল্ক নিয়ে আলোচনা করতে পারব।’
এদিকে, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ১২ মার্চ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন বাজারে এই দুই ধাতুর অন্যতম প্রধান রপ্তানিকারক মেক্সিকো এবং কানাডা। এর আগে দেশ দু’টি থেকে গাড়ির যন্ত্রপাতি আমদানিতেও ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে, নিজ দেশে শেয়ারবাজারে অস্থিরতা আর প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি হতে পারে, এমন শঙ্কা থেকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

আবারও কানাডা ও যুক্তরাষ্ট্রের ওপর শুল্কারোপ স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হলেও, এখন দেশ দু’টি থেকে আমদানিকৃত বেশির ভাগ পণ্যের ওপর আর সেটি কার্যকর হবে না। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
সম্প্রচার মাধ্যম আল–জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশ দু’টির ওপর শুল্ক স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট। এবারের স্থগিতাদেশ আগামী ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল বৃহস্পতিবার সকালে কেবল মেক্সিকোর জন্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বিকেলে স্বাক্ষরিত সংশোধনীতে কানাডাকেও অন্তর্ভুক্ত করা হয়।
ট্রাম্পের শুল্ক স্থগিতের ঘোষণার পর মার্কিন পণ্যের ওপর যে ১২৫ কানাডিয়ান ডলারের শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল কানাডা, সেটিও ২ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এক্স হ্যান্ডলে এক পোস্টে দেশটি অর্থমন্ত্রী ডোমিনিক লেব্ল্যাঙ্ক এ তথ্য জানিয়েছে।
শুল্ক ইস্যুতে হোয়াইট হাউসের সংশোধিত আদেশ অনুযায়ী, পটাশের ওপর থাকছে না কোনো শুল্ক। তবে, জ্বালানি পণ্যের ওপর ট্রাম্প যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তা বহাল থাকছে। কারণ হিসেবে বলা হচ্ছে, কানাডা থেকে আমদানি করা জ্বালানি পণ্য ইউএসএমসিএ বাণিজ্য চুক্তির আওতায় পড়ে না।
ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, ফেন্টানিল ইস্যুতে মেক্সিকো ও কানাডা যদি যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে ২ এপ্রিল থেকে সবকিছুর ওপর কার্যকর হবে মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্কনীতি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে তিনি বলেন, ‘আশা করি, সীমান্ত দিয়ে ফেন্টানিলের প্রবেশ পাচার বন্ধে যথাযথ পদক্ষেপ নেবে মেক্সিকো ও কানাডা। এবং আমরা শুধু শুল্ক নিয়ে আলোচনা করতে পারব।’
এদিকে, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ১২ মার্চ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন বাজারে এই দুই ধাতুর অন্যতম প্রধান রপ্তানিকারক মেক্সিকো এবং কানাডা। এর আগে দেশ দু’টি থেকে গাড়ির যন্ত্রপাতি আমদানিতেও ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে, নিজ দেশে শেয়ারবাজারে অস্থিরতা আর প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি হতে পারে, এমন শঙ্কা থেকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৩ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৭ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৭ ঘণ্টা আগে