নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের পুঁজিবাজারে টানা নয় কার্যদিবস পর মূল্যসূচক কমেছে। তবে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ১২ পয়েন্ট। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও। তবে এ দিন লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও মোট লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, টানা নয় কার্যদিবস সূচক বৃদ্ধির পর সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। একই দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৪৯ পয়েন্ট।
ডিএসইর বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস–৩০ সূচক ৮ দশমিক ২০ পয়েন্ট কমে ২ হাজার ১২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৭ দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ পয়েন্টে।
জানা গেছে, সোমবার ডিএসইতে লেনদন হওয়া অধিকাংশ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। মুলত এ কারণেই সূচক কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৯১টির, অপরিবর্তিত ছিল ৬২টির। ডিএসইতে সোমবার মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গতকাল রোববার ডিএসইতে এ লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ এ হিসেবে টাকার অঙ্কে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে ৭ কোটি টাকা।
সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেক্সিমকো, লাফার্জ–হোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, বিজিবি পাওয়ার, বিডি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা, ন্যাশনাল ফিড মিলস ও রেনেটা লিমিটেড।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সোমবার সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৭ পয়েন্টে। সোমবার সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৩টির, আর অপরিবর্তিত ছিল ৪৭টির। এ দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭১ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ৮৪ লাখ টাকা।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার চলতি মাসের ১১ তারিখ সারা দেশে লকডাউন ঘোষণার পর পুঁজিবাজারে দরপতন হয়েছিল। তখন ডিএসইর প্রধান সূচক কমেছিল ৯০ পয়েন্ট। তবে এর পরই ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। গত রোববার পর্যন্ত টানা নয় কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচকের উর্ধ্বগতি ছিল। সূচকের উর্ধ্বগতির পাশাপাশি এ সময় পুঁজিবাজারে লেনদেনও বাড়ে। এর মধ্যে গত ২০ এপ্রিল ডিএসইতে ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। যা ছিল গত চার মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ শেয়ার লেনদেন।

ঢাকা: দেশের পুঁজিবাজারে টানা নয় কার্যদিবস পর মূল্যসূচক কমেছে। তবে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ১২ পয়েন্ট। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও। তবে এ দিন লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও মোট লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, টানা নয় কার্যদিবস সূচক বৃদ্ধির পর সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। একই দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৪৯ পয়েন্ট।
ডিএসইর বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস–৩০ সূচক ৮ দশমিক ২০ পয়েন্ট কমে ২ হাজার ১২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৭ দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ পয়েন্টে।
জানা গেছে, সোমবার ডিএসইতে লেনদন হওয়া অধিকাংশ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। মুলত এ কারণেই সূচক কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৯১টির, অপরিবর্তিত ছিল ৬২টির। ডিএসইতে সোমবার মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গতকাল রোববার ডিএসইতে এ লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ এ হিসেবে টাকার অঙ্কে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে ৭ কোটি টাকা।
সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেক্সিমকো, লাফার্জ–হোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, বিজিবি পাওয়ার, বিডি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা, ন্যাশনাল ফিড মিলস ও রেনেটা লিমিটেড।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সোমবার সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৭ পয়েন্টে। সোমবার সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৩টির, আর অপরিবর্তিত ছিল ৪৭টির। এ দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭১ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ৮৪ লাখ টাকা।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার চলতি মাসের ১১ তারিখ সারা দেশে লকডাউন ঘোষণার পর পুঁজিবাজারে দরপতন হয়েছিল। তখন ডিএসইর প্রধান সূচক কমেছিল ৯০ পয়েন্ট। তবে এর পরই ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। গত রোববার পর্যন্ত টানা নয় কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচকের উর্ধ্বগতি ছিল। সূচকের উর্ধ্বগতির পাশাপাশি এ সময় পুঁজিবাজারে লেনদেনও বাড়ে। এর মধ্যে গত ২০ এপ্রিল ডিএসইতে ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। যা ছিল গত চার মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ শেয়ার লেনদেন।

বাংলাদেশে ভোটের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক মূল্যায়নে।
১৬ মিনিট আগে
স্বতন্ত্র ধারার কবি, উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। ‘ফয়েজ আলম: তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত ওই শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি হিসেবে
৩১ মিনিট আগে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
৩ ঘণ্টা আগে
দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
৪ ঘণ্টা আগে