নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডলারের বাজারের অস্থিতিশীলতা ও অর্থনীতি নিয়ে উদ্বেগ কাটতে থাকায় পুঁজিবাজারকে চাঙা করার জন্য নেওয়া নানা উদ্যোগের সুফল মিলছে। গত ৯ কর্মদিবসের মধ্যে এক দিন ছাড়া প্রতিদিনই সূচকের উত্থান হয়েছে। আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে চলতি বছর প্রথমবারের মতো প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ২ হাজার কোটি টাকার মাইলফলক পেরিয়ে ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা হয়। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল প্রায় ১১ মাস আগে ২০২১ সালের ৭ অক্টোবর। সেদিন হাতবদল হয় ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা।
দিন শেষে ডিএসইর সার্বিক সূচক (ডিএসইএক্স) ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ১৯ জুনের পর সর্বোচ্চ। সেদিন সূচক ছিল ৬ হাজার ৪০৬ পয়েন্ট। ডিএসইতে দিন শেষ ২১৯টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ১০২টির আর অপরিবর্তিত ছিল ৬১টির।
ফ্লোর প্রাইস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগসীমা গণনা পদ্ধতি শেয়ারের ক্রয়মূল্যে হিসাব করাসহ নানা কারণে বিনিয়োগকারীরা এখন অনেকটাই নির্ভার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক-বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ায় চাঙা হচ্ছে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা আস্থায় ফিরছেন। ফলে লেনদেনও দ্বিগুণ হচ্ছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির শেয়ারের দাম। একইভাবে বিমা খাতের ৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪ টির, আর অপরিবর্তিত রয়েছে ৩ কোম্পানির শেয়ারের দাম।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৮০ পয়েন্ট। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৬ টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১৯৫ টাকার শেয়ার।

ডলারের বাজারের অস্থিতিশীলতা ও অর্থনীতি নিয়ে উদ্বেগ কাটতে থাকায় পুঁজিবাজারকে চাঙা করার জন্য নেওয়া নানা উদ্যোগের সুফল মিলছে। গত ৯ কর্মদিবসের মধ্যে এক দিন ছাড়া প্রতিদিনই সূচকের উত্থান হয়েছে। আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে চলতি বছর প্রথমবারের মতো প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ২ হাজার কোটি টাকার মাইলফলক পেরিয়ে ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা হয়। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল প্রায় ১১ মাস আগে ২০২১ সালের ৭ অক্টোবর। সেদিন হাতবদল হয় ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা।
দিন শেষে ডিএসইর সার্বিক সূচক (ডিএসইএক্স) ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ১৯ জুনের পর সর্বোচ্চ। সেদিন সূচক ছিল ৬ হাজার ৪০৬ পয়েন্ট। ডিএসইতে দিন শেষ ২১৯টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ১০২টির আর অপরিবর্তিত ছিল ৬১টির।
ফ্লোর প্রাইস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগসীমা গণনা পদ্ধতি শেয়ারের ক্রয়মূল্যে হিসাব করাসহ নানা কারণে বিনিয়োগকারীরা এখন অনেকটাই নির্ভার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক-বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ায় চাঙা হচ্ছে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা আস্থায় ফিরছেন। ফলে লেনদেনও দ্বিগুণ হচ্ছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির শেয়ারের দাম। একইভাবে বিমা খাতের ৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪ টির, আর অপরিবর্তিত রয়েছে ৩ কোম্পানির শেয়ারের দাম।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৮০ পয়েন্ট। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৬ টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১৯৫ টাকার শেয়ার।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৩ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৭ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৭ ঘণ্টা আগে