
সনি-র্যাংগস নামে পরিচিত প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গ্রাহকদের জন্য লালমাটিয়া র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এ বছরের সনি টিভির, ‘সিনেমা আসছে তোমার ঘরে’ থিম-কে কেন্দ্র করে ২০২৪ সালের নতুন সনি ব্রাভিয়া এলইডি টিভি ও ইউএলটি সিরিজের উদ্বোধন উপলক্ষে এই বিশেষ ক্যাম্পেইনের সূচনা করা হয়।
বাংলাদেশের সনি প্রেমীদের জন্য, সনি-র্যাংগস কক্সবাজারে তিন দিন দুই রাত পাঁচ তারকা হোটেলের থাকার সুযোগ নিয়ে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন ঘোষণা করেছে। যেকোনো গ্রাহক ৫৫ ইঞ্চি এবং এর ওপরে সনি নতুন ব্রাভিয়া ৩,৭, ৮,৯ মডেল এবং ইউএলটি ১০০০ কিনলেই এই অফারটি উপভোগ করবেন।
সনি ব্রাভিয়া ২০২৪ সিরিজের গুগল টিভি। এই নতুন সিরিজে থাকছে ফোরকে এইচডিআর পিকচার কোয়ালিটি এবং অ্যাডভান্সড মিনি এলইডি টেকনোলজি, যা প্রতিটি মুভি নাইটকে নিয়ে যাবে ব্লকবাস্টারের এক্সপেরিয়েন্সে। এক্সআর ব্যাকলাইট মাস্টার ড্রাইভ সহ ব্রাভিয়া ৯ দিচ্ছে আনপ্যারালালড কনট্রাস্ট ও ব্রাইটনেস। যা সিনেমাটিক এক্সপেরিয়েন্স এর এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে। আরও রয়েছে স্ম্যার্ট গুগল টিভি ফিচার, ভয়েস কন্ট্রোল ও অ্যাম্বিয়েন্ট মুড, যা দেবে বিনোদনের এক ভিন্ন মাত্রা।
এছাড়াও, সনি নিউ ইউএলটি সিরিজ এসে গেছে ম্যাসিব ব্যাস এবং আলটিমেট ভাইবস নিয়ে গান শোনার অভিজ্ঞতাকে পাল্টে দিতে। আড্ডায় কিংবা পার্টি হবে আরও প্রাণবন্ত সনি ইউএলটি টাওয়ার ১০ সিরিজের নতুন মিউজিক সিসটেমের সঙ্গে। অথবা ইউএলটি অয়্যার হেডফোন কানে হারিয়ে যাবে হেড-শেকিং ব্যাস মিউজিকের দুনিয়ায়।
সমস্ত নতুন মডেল ইতিমধ্যেই দেশব্যাপী সনি-র্যাংগস শোরুম এবং অনলাইন স্টোর (shop.rangs.com.bd) থেকে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় সনি সাউন্ডবার, নেটফ্লিক্স সাবস্ক্রিপশনসহ আকর্ষণীয় ডিসকাউন্ট।
মি. রিকি লুকাস, ব্রাঞ্চ হেড, সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুর লিমিটেড (বাংলাদেশ ব্রাঞ্চ) এবং মোহাম্মদ জানে আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড; যৌথভাবে এই ক্যাম্পেইনের ঘোষণা করেন। সনি ইলেকট্রনিকস বাংলাদেশ টিম এবং র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সনি-র্যাংগস নামে পরিচিত প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড গ্রাহকদের জন্য লালমাটিয়া র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এ বছরের সনি টিভির, ‘সিনেমা আসছে তোমার ঘরে’ থিম-কে কেন্দ্র করে ২০২৪ সালের নতুন সনি ব্রাভিয়া এলইডি টিভি ও ইউএলটি সিরিজের উদ্বোধন উপলক্ষে এই বিশেষ ক্যাম্পেইনের সূচনা করা হয়।
বাংলাদেশের সনি প্রেমীদের জন্য, সনি-র্যাংগস কক্সবাজারে তিন দিন দুই রাত পাঁচ তারকা হোটেলের থাকার সুযোগ নিয়ে ‘সনি ফাইভ স্টার ভ্যাকেশন: জিতবে এবার সবাই’ ক্যাম্পেইন ঘোষণা করেছে। যেকোনো গ্রাহক ৫৫ ইঞ্চি এবং এর ওপরে সনি নতুন ব্রাভিয়া ৩,৭, ৮,৯ মডেল এবং ইউএলটি ১০০০ কিনলেই এই অফারটি উপভোগ করবেন।
সনি ব্রাভিয়া ২০২৪ সিরিজের গুগল টিভি। এই নতুন সিরিজে থাকছে ফোরকে এইচডিআর পিকচার কোয়ালিটি এবং অ্যাডভান্সড মিনি এলইডি টেকনোলজি, যা প্রতিটি মুভি নাইটকে নিয়ে যাবে ব্লকবাস্টারের এক্সপেরিয়েন্সে। এক্সআর ব্যাকলাইট মাস্টার ড্রাইভ সহ ব্রাভিয়া ৯ দিচ্ছে আনপ্যারালালড কনট্রাস্ট ও ব্রাইটনেস। যা সিনেমাটিক এক্সপেরিয়েন্স এর এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে। আরও রয়েছে স্ম্যার্ট গুগল টিভি ফিচার, ভয়েস কন্ট্রোল ও অ্যাম্বিয়েন্ট মুড, যা দেবে বিনোদনের এক ভিন্ন মাত্রা।
এছাড়াও, সনি নিউ ইউএলটি সিরিজ এসে গেছে ম্যাসিব ব্যাস এবং আলটিমেট ভাইবস নিয়ে গান শোনার অভিজ্ঞতাকে পাল্টে দিতে। আড্ডায় কিংবা পার্টি হবে আরও প্রাণবন্ত সনি ইউএলটি টাওয়ার ১০ সিরিজের নতুন মিউজিক সিসটেমের সঙ্গে। অথবা ইউএলটি অয়্যার হেডফোন কানে হারিয়ে যাবে হেড-শেকিং ব্যাস মিউজিকের দুনিয়ায়।
সমস্ত নতুন মডেল ইতিমধ্যেই দেশব্যাপী সনি-র্যাংগস শোরুম এবং অনলাইন স্টোর (shop.rangs.com.bd) থেকে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় সনি সাউন্ডবার, নেটফ্লিক্স সাবস্ক্রিপশনসহ আকর্ষণীয় ডিসকাউন্ট।
মি. রিকি লুকাস, ব্রাঞ্চ হেড, সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুর লিমিটেড (বাংলাদেশ ব্রাঞ্চ) এবং মোহাম্মদ জানে আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড; যৌথভাবে এই ক্যাম্পেইনের ঘোষণা করেন। সনি ইলেকট্রনিকস বাংলাদেশ টিম এবং র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
১৭ মিনিট আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৩ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১৩ ঘণ্টা আগে