বিজ্ঞপ্তি

কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫’। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনের সূচনা হয় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী স্মরণ করে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তপন চৌধুরী বলেন, ‘বাবার দূরদর্শী নেতৃত্ব ও মূল্যবোধ স্কয়ার গ্রুপকে এখনো এগিয়ে নিয়ে যাচ্ছে উৎকর্ষ, উদ্ভাবন ও বিশ্বমানের পথে।’
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে ৩০টির বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। জনপ্রিয় ব্র্যান্ড রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
সম্মেলনে অঞ্জন চৌধুরী বিক্রয় পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে আমাদের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে আরও সুসংগঠিত হতে হবে।’
এ সময় তিনি বিক্রয় ও সেবার মান বৃদ্ধি এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দেন।
উদ্ভাবনকে আরও গতিশীল করতে সম্মেলনে সাতটি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়, যা পরিবর্তনশীল ভোক্তা চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা এই আয়োজনে অংশ নেন।
সম্মেলনের শেষ পর্বে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ২০২৪ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি দেন। ‘পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার ছিল অন্যতম আকর্ষণ।

কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫’। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনের সূচনা হয় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী স্মরণ করে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তপন চৌধুরী বলেন, ‘বাবার দূরদর্শী নেতৃত্ব ও মূল্যবোধ স্কয়ার গ্রুপকে এখনো এগিয়ে নিয়ে যাচ্ছে উৎকর্ষ, উদ্ভাবন ও বিশ্বমানের পথে।’
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে ৩০টির বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। জনপ্রিয় ব্র্যান্ড রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
সম্মেলনে অঞ্জন চৌধুরী বিক্রয় পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে আমাদের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে আরও সুসংগঠিত হতে হবে।’
এ সময় তিনি বিক্রয় ও সেবার মান বৃদ্ধি এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দেন।
উদ্ভাবনকে আরও গতিশীল করতে সম্মেলনে সাতটি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়, যা পরিবর্তনশীল ভোক্তা চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা এই আয়োজনে অংশ নেন।
সম্মেলনের শেষ পর্বে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ২০২৪ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি দেন। ‘পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার ছিল অন্যতম আকর্ষণ।

সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে বাজারে এলপি গ্যাস, চিনি ও ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটি জানিয়েছে, এলপিজির ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ২৫৪ টাকা হলেও ব্যবসায়ীরা ২ হাজার টাকার বেশি রাখছেন।
৭ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশগুলোতে কয়লা রপ্তানি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘কোল ইন্ডিয়া লিমিটেড’ (সিআইএল)। এখন থেকে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কোল ইন্ডিয়ার ই-নিলামে অংশ নিতে পারবেন।
১০ ঘণ্টা আগে
গত ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানকে নতুন করে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
১১ ঘণ্টা আগে
পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
১ দিন আগে