
রাজশাহীতে অনুষ্ঠিত দিনব্যাপী ইউনিভার্সাল পেনশন স্কিম অ্যাওয়ারনেস ফেয়ারে অংশগ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। জাতীয় পেনশন কর্তৃপক্ষ (দ্য ন্যাশনাল পেনশন অথোরিটি) এবং রাজশাহী বিভাগের কমিশনার অফিস যৌথভাবে এই মেলার আয়োজন করে। নতুন চালু হওয়া ইউনিভার্সাল পেনশন স্কিমকে সবার কাছে পরিচিত করা এবং এই বিষয়ে সবাইকে সচেতন করে তোলাই ছিল মেলার উদ্দেশ্য।
রাজশাহী শহরের হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গত ১৯ এপ্রিল ২০২৪ এই মেলাটি অনুষ্ঠিত হয়। মেলার একটি স্টলে, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ইউনিভার্সাল পেনশন স্কিম সম্পর্কে মেলায় আগতদের প্রশ্নের জবাব দেন।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন সেক্টরের প্রায় ২০০ কর্মকর্তা এই মেলায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য পেনশন কন্ট্রিবিউশনের ওপর ট্যাক্সে ছাড়কৃত এবং ট্যাক্স-মুক্ত পেনশন সুবিধা অন্তর্ভুক্ত স্কিমে সাবস্ক্রাইব করার জন্য মেলার পাবলিক এনগেজমেন্ট সেশনে উৎসাহিত করা হয়।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন এই মেলায় ব্র্যাক ব্যাংক টিমের নেতৃত্ব দেন। ট্র্যানজ্যাকশন ব্যাংকিং ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী এবং তার টিমের সদস্যরা নতুন পেনশন স্কিমে ব্যাংকের ভূমিকা এবং অফার সম্পর্কে মেলায় আগত দর্শকদের অবহিত করেন।
মেলায় ব্র্যাক ব্যাংকের এই অংশগ্রহণ সকল শ্রেণির জন্যই আর্থিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে সরকারি উদ্যোগকে সমর্থন করতে ব্যাংকের নিষ্ঠার ওপরেই জোর দেয়। এই উদ্যোগে ব্যাংকের সম্পৃক্ততা উন্নততর সেবা প্রদানের জন্য প্রযুক্তিকে একীভূত করে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার বৃহত্তর অঙ্গীকারের অংশ।

রাজশাহীতে অনুষ্ঠিত দিনব্যাপী ইউনিভার্সাল পেনশন স্কিম অ্যাওয়ারনেস ফেয়ারে অংশগ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। জাতীয় পেনশন কর্তৃপক্ষ (দ্য ন্যাশনাল পেনশন অথোরিটি) এবং রাজশাহী বিভাগের কমিশনার অফিস যৌথভাবে এই মেলার আয়োজন করে। নতুন চালু হওয়া ইউনিভার্সাল পেনশন স্কিমকে সবার কাছে পরিচিত করা এবং এই বিষয়ে সবাইকে সচেতন করে তোলাই ছিল মেলার উদ্দেশ্য।
রাজশাহী শহরের হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গত ১৯ এপ্রিল ২০২৪ এই মেলাটি অনুষ্ঠিত হয়। মেলার একটি স্টলে, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ইউনিভার্সাল পেনশন স্কিম সম্পর্কে মেলায় আগতদের প্রশ্নের জবাব দেন।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন সেক্টরের প্রায় ২০০ কর্মকর্তা এই মেলায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য পেনশন কন্ট্রিবিউশনের ওপর ট্যাক্সে ছাড়কৃত এবং ট্যাক্স-মুক্ত পেনশন সুবিধা অন্তর্ভুক্ত স্কিমে সাবস্ক্রাইব করার জন্য মেলার পাবলিক এনগেজমেন্ট সেশনে উৎসাহিত করা হয়।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন এই মেলায় ব্র্যাক ব্যাংক টিমের নেতৃত্ব দেন। ট্র্যানজ্যাকশন ব্যাংকিং ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী এবং তার টিমের সদস্যরা নতুন পেনশন স্কিমে ব্যাংকের ভূমিকা এবং অফার সম্পর্কে মেলায় আগত দর্শকদের অবহিত করেন।
মেলায় ব্র্যাক ব্যাংকের এই অংশগ্রহণ সকল শ্রেণির জন্যই আর্থিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে সরকারি উদ্যোগকে সমর্থন করতে ব্যাংকের নিষ্ঠার ওপরেই জোর দেয়। এই উদ্যোগে ব্যাংকের সম্পৃক্ততা উন্নততর সেবা প্রদানের জন্য প্রযুক্তিকে একীভূত করে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার বৃহত্তর অঙ্গীকারের অংশ।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১ দিন আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১ দিন আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১ দিন আগে