Ajker Patrika

ওটিটির শিল্পীদের আবারও সম্মান জানাবে ইস্পাহানি-ডেইলি স্টার

ওটিটির শিল্পীদের আবারও সম্মান জানাবে ইস্পাহানি-ডেইলি স্টার

ওভার দ্য টপ স্ট্রিমিং (ওটিটি) ও ডিজিটাল প্ল্যাটফর্মের নির্মাতা-শিল্পীদের সম্মান জানাতে আজ বুধবার ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস-২০২২ ’-এর উদ্বোধন করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাতা-শিল্পীদের সৃষ্টিশীল কাজকে সম্মান জানাতে দ্বিতীয়বারের মতো এই আয়োজনটি করছে ইস্পাহানি টি লিমিটেড ও দ্য ডেইলি স্টার।

সংবাদ সম্মেলনে দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।

এই বছর ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসে ২৮টি বিভাগ থাকবে, যার মধ্যে ১৪টি ফিল্ম/ড্রামা/গল্পের জন্য,৪টি সংগীতের জন্য,৪টি সমালোচক পুরস্কার এবং ৬টি বিভাগ থাকছে কনটেন্ট নির্মাতাদের জন্য।

ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নানের মতে, ‘বাংলাদেশি শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও প্রসারে ভূমিকা রাখার ক্ষেত্রে ইস্পাহানির সুদীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের ওটিটি এবং ডিজিটাল কনটেন্টের প্রসারে যারা পর্দার সামনে এবং নেপথ্যে কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতিযোগিতামূলক উদ্দীপনার স্বীকৃতি, প্রশংসা ও অনুপ্রাণিত করার প্রচেষ্টা হিসেবেই ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে ব্লেন্ডার'স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস আবারও আয়োজন হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত