
এখন থেকে বিশ্বখ্যাত ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল কার্ডস ও ডিসকভার কার্ডস দিয়ে পেমেন্ট করা যাবে ব্র্যাক ব্যাংকে। এ লক্ষ্যে ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে এই চুক্তির ফলে এখন থেকে ডিসকভার ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্লোবাল পেমেন্ট ব্র্যান্ডগুলো এবং ডাইনার্স ক্লাব কার্ড ও ডিসকভার কার্ড ব্যবহারকারীরা ব্র্যাক ব্যাংকের পেমেন্ট পয়েন্টস-পিওএসে তাঁদের কার্ড ব্যবহার করতে পারবেন।
এটি কার্ড ব্যবহারকারীদের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট ও ট্রানজেকশনের ক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা দেবে। এর ফলে ব্যবহারকারীরা লাইফস্টাইল, হোটেল, রেস্তোরাঁ ও ভ্রমণে দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের ৮ হাজারের বেশি পিওএস টার্মিনাল ব্যবহার করতে পারবেন। ‘রুপে’সহ ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের ২৫টির বেশি নেটওয়ার্ক পার্টনার রয়েছে, যা বিশ্বব্যাপী কার্ড ব্যবহারকারীদের জন্য পেমেন্ট ও ট্রানজেকশন আরও সহজ করে তুলবে।
কার্ড ব্যবহারকারীদের জন্য আগামী বছর বেশ কিছু সুযোগ-সুবিধাসহ ডাইনার্স ক্লাব ক্রেডিট কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে ব্র্যাক ব্যাংকের।
ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে চুক্তির ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘ডাইনার্স ক্লাব কার্ড এবং ডিসকভার কার্ডের পেমেন্ট গ্রহণ করার লক্ষ্যে ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এই চুক্তির ফলে এখন থেকে কার্ড ব্যবহারকারীরা অনেক ধরনের পেমেন্ট অপশন-সুবিধা উপভোগের পাশাপাশি ঝামেলাহীন পেমেন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন।’
ব্র্যাক ব্যাংকের সঙ্গে জোটের বিষয়ে ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারন্যাশনাল মার্কেট ক্রিস উইন্টার বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই সহযোগিতা চুক্তির মাধ্যমে আমরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গ্রাহকদের পছন্দ অনুযায়ী সেবা এবং সুবিধা দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের পেমেন্ট ইকোসিস্টেমকে উন্নত করার লক্ষ্যে কাজ করছি। এটি বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে আমাদের অব্যাহত প্রচেষ্টা এবং প্রতিশ্রুতিরই অংশ।’

এখন থেকে বিশ্বখ্যাত ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল কার্ডস ও ডিসকভার কার্ডস দিয়ে পেমেন্ট করা যাবে ব্র্যাক ব্যাংকে। এ লক্ষ্যে ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে এই চুক্তির ফলে এখন থেকে ডিসকভার ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্লোবাল পেমেন্ট ব্র্যান্ডগুলো এবং ডাইনার্স ক্লাব কার্ড ও ডিসকভার কার্ড ব্যবহারকারীরা ব্র্যাক ব্যাংকের পেমেন্ট পয়েন্টস-পিওএসে তাঁদের কার্ড ব্যবহার করতে পারবেন।
এটি কার্ড ব্যবহারকারীদের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট ও ট্রানজেকশনের ক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা দেবে। এর ফলে ব্যবহারকারীরা লাইফস্টাইল, হোটেল, রেস্তোরাঁ ও ভ্রমণে দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের ৮ হাজারের বেশি পিওএস টার্মিনাল ব্যবহার করতে পারবেন। ‘রুপে’সহ ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের ২৫টির বেশি নেটওয়ার্ক পার্টনার রয়েছে, যা বিশ্বব্যাপী কার্ড ব্যবহারকারীদের জন্য পেমেন্ট ও ট্রানজেকশন আরও সহজ করে তুলবে।
কার্ড ব্যবহারকারীদের জন্য আগামী বছর বেশ কিছু সুযোগ-সুবিধাসহ ডাইনার্স ক্লাব ক্রেডিট কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে ব্র্যাক ব্যাংকের।
ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে চুক্তির ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘ডাইনার্স ক্লাব কার্ড এবং ডিসকভার কার্ডের পেমেন্ট গ্রহণ করার লক্ষ্যে ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এই চুক্তির ফলে এখন থেকে কার্ড ব্যবহারকারীরা অনেক ধরনের পেমেন্ট অপশন-সুবিধা উপভোগের পাশাপাশি ঝামেলাহীন পেমেন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন।’
ব্র্যাক ব্যাংকের সঙ্গে জোটের বিষয়ে ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারন্যাশনাল মার্কেট ক্রিস উইন্টার বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই সহযোগিতা চুক্তির মাধ্যমে আমরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গ্রাহকদের পছন্দ অনুযায়ী সেবা এবং সুবিধা দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের পেমেন্ট ইকোসিস্টেমকে উন্নত করার লক্ষ্যে কাজ করছি। এটি বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে আমাদের অব্যাহত প্রচেষ্টা এবং প্রতিশ্রুতিরই অংশ।’

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
২ ঘণ্টা আগে
দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
৩ ঘণ্টা আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৮ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৬ ঘণ্টা আগে