Ajker Patrika

কক্সবাজারে রাত্রিকালীন ফ্লাইট চালু করল এয়ার অ্যাস্ট্রা

আজকের পত্রিকা ডেস্ক­
কক্সবাজারে রাত্রিকালীন ফ্লাইট চালু করল এয়ার অ্যাস্ট্রা। ছবি: সংগৃহীত
কক্সবাজারে রাত্রিকালীন ফ্লাইট চালু করল এয়ার অ্যাস্ট্রা। ছবি: সংগৃহীত

পর্যটন নগরী কক্সবাজারে রাত্রিকালীন ফ্লাইট চালু করেছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। গতকাল রোববার থেকে কক্সবাজার রুটে একটি ফ্লাইট বৃদ্ধি করে প্রতিদিন পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। নতুন এই রাত্রিকালীন ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে ৭টা ৩০ মিনিটে এবং কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে ৯টা ৫ মিনিটে।

পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। এত দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বিমানবন্দরে বিমান উড্ডয়ন এবং অবতরণ করলেও রোববার থেকে তা বাড়িয়ে রাত সোয়া ১০টা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রথম দিন থেকেই কক্সবাজারে রাতে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা।

কক্সবাজারের পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে পাঁচটি ও সৈয়দপুর রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। যাত্রীরা ফ্লাইট টিকিট এয়ার অ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, অনলাইন ও অফলাইন ট্রাভেল এজেন্সি থেকে ক্রয় করতে পারবেন।

আইএটিএ (IATA) মেম্বার এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ