আজকের পত্রিকা ডেস্ক

স্ট্রোক, ক্যানসার, কিডনি ফেইলিউর ও হার্ট অ্যাটাকের মতো ১০ ধরনের জটিল শারীরিক অসুস্থতায় আর্থিক সুরক্ষা দিতে নতুন একটি স্বাস্থ্যবিমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। ‘মেটলাইফ ক্রিটিক্যাল ইলনেস ইনস্যুরেন্স উইথ রিটার্ন অব প্রিমিয়াম (এমসিআইআই–আরওপি)’০ নামের এ প্ল্যান বিমাগ্রহীতা ও তাঁর পরিবারের সদস্যদের সংকটকালীন পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে।
এতে স্ট্রোক ও ক্যানসারের মতো মারাত্মক রোগের পাশাপাশি করোনারি আর্টারি রোগ, করোনারি আর্টারি সার্জারি, হার্ট ভালভ সার্জারি বা প্রতিস্থাপন, প্রাইমারি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এন্ড-স্টেজ লিভার ফেইলিউর ও নন-ক্যানসারাস ব্রেন টিউমারের মতো ১০টি প্রাণঘাতী রোগের জন্যে আর্থিক সুরক্ষা থাকছে।
নির্দিষ্ট কিছু গুরুতর অসুস্থতার কথা মাথায় রেখে তৈরি করায় এ প্ল্যানের প্রিমিয়াম অন্যান্য গুরুতর অসুস্থতাকেন্দ্রিক জীবনবিমার তুলনায় বেশ কম। উদাহরণস্বরূপ, এ প্ল্যানে নিজের বর্তমান শারীরিক সুস্থতা নিশ্চিত সাপেক্ষে ৩০ বছর বয়সী একজন পুরুষ মাসে মাত্র ১ হাজার ৪০২ টাকা প্রিমিয়াম দিয়ে ৫ লাখ টাকার কভারেজ নিতে পারবেন। গ্রাহকেরা এককালীন, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম দেওয়ার সুবিধাও পাবেন এ বিমাসেবার আওতায়।
এ ছাড়া দুর্ঘটনাজনিত মৃত্যুতে কভারেজের পুরো অর্থ (১০০ শতাংশ) দেওয়া হবে। পলিসির মেয়াদপূর্তিতে বা কভারেজবহির্ভূত মৃত্যুর ক্ষেত্রেও জমা দেওয়া প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন গ্রাহকেরা। কভারেজের পরিমাণ ৩ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা যাবে।
এ নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সুরক্ষা দিতে সাশ্রয়ী ও কার্যকর সমাধান দেওয়ার ধারাবাহিকতায় এ নতুন স্বাস্থ্যবিমা চালু করা হয়েছে। একই সঙ্গে তিন থেকে পাঁচ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির আমাদের ধারাবাহিক রেকর্ড গ্রাহকদের মেটলাইফের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।’
MetLife Inc. (NYSE: MET)-এর অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানেন (MetLife) সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবাপ্রদানকারী কোম্পানি, যা তার ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, অ্যানুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনাসেবা দেওয়ার মাধ্যমে আরও বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র০, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে।
১০ লাখেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবনবিমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: : www.metlife.com.bd

স্ট্রোক, ক্যানসার, কিডনি ফেইলিউর ও হার্ট অ্যাটাকের মতো ১০ ধরনের জটিল শারীরিক অসুস্থতায় আর্থিক সুরক্ষা দিতে নতুন একটি স্বাস্থ্যবিমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। ‘মেটলাইফ ক্রিটিক্যাল ইলনেস ইনস্যুরেন্স উইথ রিটার্ন অব প্রিমিয়াম (এমসিআইআই–আরওপি)’০ নামের এ প্ল্যান বিমাগ্রহীতা ও তাঁর পরিবারের সদস্যদের সংকটকালীন পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে।
এতে স্ট্রোক ও ক্যানসারের মতো মারাত্মক রোগের পাশাপাশি করোনারি আর্টারি রোগ, করোনারি আর্টারি সার্জারি, হার্ট ভালভ সার্জারি বা প্রতিস্থাপন, প্রাইমারি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এন্ড-স্টেজ লিভার ফেইলিউর ও নন-ক্যানসারাস ব্রেন টিউমারের মতো ১০টি প্রাণঘাতী রোগের জন্যে আর্থিক সুরক্ষা থাকছে।
নির্দিষ্ট কিছু গুরুতর অসুস্থতার কথা মাথায় রেখে তৈরি করায় এ প্ল্যানের প্রিমিয়াম অন্যান্য গুরুতর অসুস্থতাকেন্দ্রিক জীবনবিমার তুলনায় বেশ কম। উদাহরণস্বরূপ, এ প্ল্যানে নিজের বর্তমান শারীরিক সুস্থতা নিশ্চিত সাপেক্ষে ৩০ বছর বয়সী একজন পুরুষ মাসে মাত্র ১ হাজার ৪০২ টাকা প্রিমিয়াম দিয়ে ৫ লাখ টাকার কভারেজ নিতে পারবেন। গ্রাহকেরা এককালীন, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম দেওয়ার সুবিধাও পাবেন এ বিমাসেবার আওতায়।
এ ছাড়া দুর্ঘটনাজনিত মৃত্যুতে কভারেজের পুরো অর্থ (১০০ শতাংশ) দেওয়া হবে। পলিসির মেয়াদপূর্তিতে বা কভারেজবহির্ভূত মৃত্যুর ক্ষেত্রেও জমা দেওয়া প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন গ্রাহকেরা। কভারেজের পরিমাণ ৩ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা যাবে।
এ নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সুরক্ষা দিতে সাশ্রয়ী ও কার্যকর সমাধান দেওয়ার ধারাবাহিকতায় এ নতুন স্বাস্থ্যবিমা চালু করা হয়েছে। একই সঙ্গে তিন থেকে পাঁচ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির আমাদের ধারাবাহিক রেকর্ড গ্রাহকদের মেটলাইফের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।’
MetLife Inc. (NYSE: MET)-এর অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানেন (MetLife) সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবাপ্রদানকারী কোম্পানি, যা তার ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, অ্যানুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনাসেবা দেওয়ার মাধ্যমে আরও বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র০, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে।
১০ লাখেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবনবিমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: : www.metlife.com.bd

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
৪ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৬ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৮ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে