
ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬০ তম বার্ষিক সাধারণ সভা গত ৩০ অক্টোবর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া বেগম, আবু লুৎফে ফজলে রহিম খান, মো. আব্দুর রহিম চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার, কোম্পানির সিএফও আসাদুল ইসলাম, অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান মো. মনিরুজ্জামান ও কোম্পানি সচিব সেলিম আহমেদসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনেক সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় শেয়ার হোল্ডাররা কোম্পানির ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব এবং এর ওপর নিরীক্ষকগণের প্রতিবেদন অনুমোদন করেন। এ ছাড়া সভায় শেয়ার হোল্ডাররা ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ১৯ পারসেন্ট নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
২০২৩-২৪ অর্থ বছরে কোম্পানির বিক্রির পরিমাণ ছিল ২৭৪ দশমিক ৯৯ কোটি টাকা যা বিগত অর্থ বছরে ছিল ৩০৮ দশমিক ৫৬ কোটি টাকা। কোম্পানির কর-পরবর্তী মুনাফা ছিল ৫৬ দশমিক ৩৮ কোটি টাকা যা বিগত অর্থ বছরে ছিল ৬৮ দশমিক ৮০ কোটি টাকা। শেয়ার প্রতি আয় ছিল ৬ দশমিক ৬ টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৭ দশমিক ৩৭ টাকা।
ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে বলেন, আমরা বর্তমান প্রকল্পগুলোর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। জহুরুল ইসলাম সিটির ২য় এবং ৩য় পর্ব সম্প্রসারণের কিছু সুযোগ আছে। আমরা জমির মালিকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে জমি ক্রয়ের মাধ্যমে এ দুটি প্রকল্প সম্প্রসারণের জন্য এগিয়ে যাচ্ছি। নতুন প্রকল্প শুরু করার লক্ষ্যে অন্যান্য এলাকায়ও জমি প্রাপ্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বর্তমানে ৫টি অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে জহুরুল ইসলাম সিটিতে ১৫ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গুলশানে ১টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাজ সমাপ্তির পথে। এ ছাড়া হাতিরঝিল সংলগ্ন বাড্ডায় এবং শ্যামলীতে আরও ২টি অ্যাপার্টমেন্ট প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। ধানমন্ডিতে একটি বিলাসবহুল প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়েছে।

ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬০ তম বার্ষিক সাধারণ সভা গত ৩০ অক্টোবর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া বেগম, আবু লুৎফে ফজলে রহিম খান, মো. আব্দুর রহিম চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার, কোম্পানির সিএফও আসাদুল ইসলাম, অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান মো. মনিরুজ্জামান ও কোম্পানি সচিব সেলিম আহমেদসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনেক সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় শেয়ার হোল্ডাররা কোম্পানির ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব এবং এর ওপর নিরীক্ষকগণের প্রতিবেদন অনুমোদন করেন। এ ছাড়া সভায় শেয়ার হোল্ডাররা ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ১৯ পারসেন্ট নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
২০২৩-২৪ অর্থ বছরে কোম্পানির বিক্রির পরিমাণ ছিল ২৭৪ দশমিক ৯৯ কোটি টাকা যা বিগত অর্থ বছরে ছিল ৩০৮ দশমিক ৫৬ কোটি টাকা। কোম্পানির কর-পরবর্তী মুনাফা ছিল ৫৬ দশমিক ৩৮ কোটি টাকা যা বিগত অর্থ বছরে ছিল ৬৮ দশমিক ৮০ কোটি টাকা। শেয়ার প্রতি আয় ছিল ৬ দশমিক ৬ টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৭ দশমিক ৩৭ টাকা।
ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে বলেন, আমরা বর্তমান প্রকল্পগুলোর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। জহুরুল ইসলাম সিটির ২য় এবং ৩য় পর্ব সম্প্রসারণের কিছু সুযোগ আছে। আমরা জমির মালিকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে জমি ক্রয়ের মাধ্যমে এ দুটি প্রকল্প সম্প্রসারণের জন্য এগিয়ে যাচ্ছি। নতুন প্রকল্প শুরু করার লক্ষ্যে অন্যান্য এলাকায়ও জমি প্রাপ্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বর্তমানে ৫টি অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে জহুরুল ইসলাম সিটিতে ১৫ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গুলশানে ১টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাজ সমাপ্তির পথে। এ ছাড়া হাতিরঝিল সংলগ্ন বাড্ডায় এবং শ্যামলীতে আরও ২টি অ্যাপার্টমেন্ট প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। ধানমন্ডিতে একটি বিলাসবহুল প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়েছে।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৬ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৭ ঘণ্টা আগে