
ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬০ তম বার্ষিক সাধারণ সভা গত ৩০ অক্টোবর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া বেগম, আবু লুৎফে ফজলে রহিম খান, মো. আব্দুর রহিম চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার, কোম্পানির সিএফও আসাদুল ইসলাম, অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান মো. মনিরুজ্জামান ও কোম্পানি সচিব সেলিম আহমেদসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনেক সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় শেয়ার হোল্ডাররা কোম্পানির ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব এবং এর ওপর নিরীক্ষকগণের প্রতিবেদন অনুমোদন করেন। এ ছাড়া সভায় শেয়ার হোল্ডাররা ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ১৯ পারসেন্ট নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
২০২৩-২৪ অর্থ বছরে কোম্পানির বিক্রির পরিমাণ ছিল ২৭৪ দশমিক ৯৯ কোটি টাকা যা বিগত অর্থ বছরে ছিল ৩০৮ দশমিক ৫৬ কোটি টাকা। কোম্পানির কর-পরবর্তী মুনাফা ছিল ৫৬ দশমিক ৩৮ কোটি টাকা যা বিগত অর্থ বছরে ছিল ৬৮ দশমিক ৮০ কোটি টাকা। শেয়ার প্রতি আয় ছিল ৬ দশমিক ৬ টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৭ দশমিক ৩৭ টাকা।
ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে বলেন, আমরা বর্তমান প্রকল্পগুলোর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। জহুরুল ইসলাম সিটির ২য় এবং ৩য় পর্ব সম্প্রসারণের কিছু সুযোগ আছে। আমরা জমির মালিকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে জমি ক্রয়ের মাধ্যমে এ দুটি প্রকল্প সম্প্রসারণের জন্য এগিয়ে যাচ্ছি। নতুন প্রকল্প শুরু করার লক্ষ্যে অন্যান্য এলাকায়ও জমি প্রাপ্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বর্তমানে ৫টি অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে জহুরুল ইসলাম সিটিতে ১৫ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গুলশানে ১টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাজ সমাপ্তির পথে। এ ছাড়া হাতিরঝিল সংলগ্ন বাড্ডায় এবং শ্যামলীতে আরও ২টি অ্যাপার্টমেন্ট প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। ধানমন্ডিতে একটি বিলাসবহুল প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়েছে।

ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬০ তম বার্ষিক সাধারণ সভা গত ৩০ অক্টোবর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া বেগম, আবু লুৎফে ফজলে রহিম খান, মো. আব্দুর রহিম চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার, কোম্পানির সিএফও আসাদুল ইসলাম, অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান মো. মনিরুজ্জামান ও কোম্পানি সচিব সেলিম আহমেদসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনেক সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় শেয়ার হোল্ডাররা কোম্পানির ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব এবং এর ওপর নিরীক্ষকগণের প্রতিবেদন অনুমোদন করেন। এ ছাড়া সভায় শেয়ার হোল্ডাররা ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ১৯ পারসেন্ট নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
২০২৩-২৪ অর্থ বছরে কোম্পানির বিক্রির পরিমাণ ছিল ২৭৪ দশমিক ৯৯ কোটি টাকা যা বিগত অর্থ বছরে ছিল ৩০৮ দশমিক ৫৬ কোটি টাকা। কোম্পানির কর-পরবর্তী মুনাফা ছিল ৫৬ দশমিক ৩৮ কোটি টাকা যা বিগত অর্থ বছরে ছিল ৬৮ দশমিক ৮০ কোটি টাকা। শেয়ার প্রতি আয় ছিল ৬ দশমিক ৬ টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৭ দশমিক ৩৭ টাকা।
ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে বলেন, আমরা বর্তমান প্রকল্পগুলোর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। জহুরুল ইসলাম সিটির ২য় এবং ৩য় পর্ব সম্প্রসারণের কিছু সুযোগ আছে। আমরা জমির মালিকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে জমি ক্রয়ের মাধ্যমে এ দুটি প্রকল্প সম্প্রসারণের জন্য এগিয়ে যাচ্ছি। নতুন প্রকল্প শুরু করার লক্ষ্যে অন্যান্য এলাকায়ও জমি প্রাপ্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বর্তমানে ৫টি অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে জহুরুল ইসলাম সিটিতে ১৫ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গুলশানে ১টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাজ সমাপ্তির পথে। এ ছাড়া হাতিরঝিল সংলগ্ন বাড্ডায় এবং শ্যামলীতে আরও ২টি অ্যাপার্টমেন্ট প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। ধানমন্ডিতে একটি বিলাসবহুল প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়েছে।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
৩ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৬ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৭ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে