
আমাদের বিজ্ঞাপন, আমাদের মতো করে, আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম-এর পথচলা। সেই যাত্রার ২৫তম বছর চলছে। নির্দিষ্ট কোনো দিন নয়, ২০২২ এই বছরজুড়েই চলবে মিডিয়াকম-এর ২৫ বছর উদ্যাপন।
‘কথায় কথায় বিদেশি বিদেশি না করে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজি, কমিউনিকেশন, মিডিয়া কিংবা বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রেও আমাদের নিজেদের ওপরই আস্থা রাখতে হবে, এমন বিশ্বাস থেকেই শুরু করেছিলাম মিডিয়াকম-এর। গত ২৫ বছরে আমার সেই বিশ্বাস প্রতিদিনই আরও জোরদার হয়েছে।’ —এভাবেই শুরুর গল্পটা বলেন বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত থাকা মিডিয়াকম-এর চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু জানান, ‘চারজন নিয়ে শুরু হওয়া মিডিয়াকম আজ শতাধিক মানুষের পরিবার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্লায়েন্টদের জন্য ইন্টিগ্রেটেড মার্কেটিং সলিউশন তৈরি করতে গত ২৫ বছরে মিডিয়াকমে যোগ হয়েছে নতুন নতুন ডিপার্টমেন্ট, নতুন নতুন মেধা। প্রতিদিনই আরও বড় হচ্ছে আমাদের কাজের পরিধি।’
মিডিয়াকম-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহ্মুদ বলেন, ‘আমাদের বিজ্ঞাপনগুলো নিয়ে যখন অফিসে, চায়ের দোকানে, মানুষের মুখে মুখে কিংবা এখনকার সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়, আমাদের তৈরি করা বা আমাদের ওপর ভরসা রাখা বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো যখন সময়ের সঙ্গে সমানতালে সাফল্যের দিকে ছোটে, তখন বুঝি ঠিক পথেই আছি আমরা।’
২৫ বছরের এই পথচলায় মিডিয়াকম-এর ওপর ভরসা রেখে আসা সব ক্লায়েন্ট, সহকর্মী, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সব সহযাত্রী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানায় দেশের শীর্ষস্থানীয় এই বিজ্ঞাপনী সংস্থাটি। একদিন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সব দেশেই পৌঁছে যাবে মিডিয়াকম-এর এই ‘মেড ইন বাংলাদেশ অ্যাডভারটাইজিং’ এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আমাদের বিজ্ঞাপন, আমাদের মতো করে, আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম-এর পথচলা। সেই যাত্রার ২৫তম বছর চলছে। নির্দিষ্ট কোনো দিন নয়, ২০২২ এই বছরজুড়েই চলবে মিডিয়াকম-এর ২৫ বছর উদ্যাপন।
‘কথায় কথায় বিদেশি বিদেশি না করে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজি, কমিউনিকেশন, মিডিয়া কিংবা বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রেও আমাদের নিজেদের ওপরই আস্থা রাখতে হবে, এমন বিশ্বাস থেকেই শুরু করেছিলাম মিডিয়াকম-এর। গত ২৫ বছরে আমার সেই বিশ্বাস প্রতিদিনই আরও জোরদার হয়েছে।’ —এভাবেই শুরুর গল্পটা বলেন বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত থাকা মিডিয়াকম-এর চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু জানান, ‘চারজন নিয়ে শুরু হওয়া মিডিয়াকম আজ শতাধিক মানুষের পরিবার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্লায়েন্টদের জন্য ইন্টিগ্রেটেড মার্কেটিং সলিউশন তৈরি করতে গত ২৫ বছরে মিডিয়াকমে যোগ হয়েছে নতুন নতুন ডিপার্টমেন্ট, নতুন নতুন মেধা। প্রতিদিনই আরও বড় হচ্ছে আমাদের কাজের পরিধি।’
মিডিয়াকম-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহ্মুদ বলেন, ‘আমাদের বিজ্ঞাপনগুলো নিয়ে যখন অফিসে, চায়ের দোকানে, মানুষের মুখে মুখে কিংবা এখনকার সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়, আমাদের তৈরি করা বা আমাদের ওপর ভরসা রাখা বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো যখন সময়ের সঙ্গে সমানতালে সাফল্যের দিকে ছোটে, তখন বুঝি ঠিক পথেই আছি আমরা।’
২৫ বছরের এই পথচলায় মিডিয়াকম-এর ওপর ভরসা রেখে আসা সব ক্লায়েন্ট, সহকর্মী, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সব সহযাত্রী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানায় দেশের শীর্ষস্থানীয় এই বিজ্ঞাপনী সংস্থাটি। একদিন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সব দেশেই পৌঁছে যাবে মিডিয়াকম-এর এই ‘মেড ইন বাংলাদেশ অ্যাডভারটাইজিং’ এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

২০২৫ সাল জুড়ে একের পর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কের আঘাত সয়ে নিয়েই চীন রেকর্ড বাণিজ্য করে দেখাল। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন। গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা
২৯ মিনিট আগে
নতুন বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে লাইসেন্সধারী সিঅ্যান্ডএফ এজেন্টরা অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
১ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
১০ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
১০ ঘণ্টা আগে