হাড়ের ক্যানসার সচেতনতায় আলোক হেলথ কেয়ারের আলোচনা সভা

বিজ্ঞপ্তি    
Thumbnail image
হাড়ের ক্যানসার সচেতনতায় আলোক হেলথ কেয়ারের আলোচনা সভা। ছবি: সংগৃহীত

হাড়ের ক্যানসারের বিষয়ে যথাযথ চিকিৎসা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোক হেলথকেয়ার লিমিটেডের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত ২০ নভেম্বর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) কনফারেন্স রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম, প্রফেসর মো. হাসান মাসুদ, জি এম জাহাঙ্গীর হোসেন ও অকিল আহমেদ।

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. সিরাজুস সালেহীন, মো. তারিকুল ইসলাম, মন্জুরা রহমান, প্রফেসর ফরহাদ মাহমুদ, বিধান চন্দ্র সরকার। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আলোক হেলথ কেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিন দিন হাড়ের ক্যানসারের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলে আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন। তাঁরা এই রোগের যথাযথ চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কর্তৃপক্ষের প্রতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত