নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে পোশাক রপ্তানিতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অঙ্কের হিসাবে রপ্তানি হয় ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের পোশাক।
তবে বড় বাজার জার্মানিতে রপ্তানি বাড়েনি। গতকাল পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসানের পাঠানো পোশাক রপ্তানি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
ফারুক হাসান জানান, বরাবরের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাকের বাজার। এই বাজারে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালে অব্যাহতভাবে দেশটিতে রপ্তানি কমলেও ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ৭ দশমিক ৪২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ হারে।
আর যুক্তরাজ্যে বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ হারে। তাতে বোঝা যাচ্ছে, কানাডা ও যুক্তরাজ্যে বেশি হারে পোশাক রপ্তানি হচ্ছে। পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে বলে জানান বিজিএমইএর প্রেসিডেন্ট। ওই বাজারে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ১৮ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতে একই সময়ে ৩৮ শতাংশ হারে রপ্তানি কমেছে।
রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ায় বিজিএমইএ প্রেসিডেন্ট পোশাকমালিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা পোশাকে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন নতুন বাজার খোঁজার ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করছি। আর পণ্যের মান বাড়াতে উন্নত প্রযুক্তি ও উন্নত কর্মপরিবেশ গড়ে তুলেছেন পোশাকমালিকেরা।’

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে পোশাক রপ্তানিতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অঙ্কের হিসাবে রপ্তানি হয় ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের পোশাক।
তবে বড় বাজার জার্মানিতে রপ্তানি বাড়েনি। গতকাল পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসানের পাঠানো পোশাক রপ্তানি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
ফারুক হাসান জানান, বরাবরের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাকের বাজার। এই বাজারে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালে অব্যাহতভাবে দেশটিতে রপ্তানি কমলেও ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ৭ দশমিক ৪২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ হারে।
আর যুক্তরাজ্যে বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ হারে। তাতে বোঝা যাচ্ছে, কানাডা ও যুক্তরাজ্যে বেশি হারে পোশাক রপ্তানি হচ্ছে। পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে বলে জানান বিজিএমইএর প্রেসিডেন্ট। ওই বাজারে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ১৮ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতে একই সময়ে ৩৮ শতাংশ হারে রপ্তানি কমেছে।
রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ায় বিজিএমইএ প্রেসিডেন্ট পোশাকমালিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা পোশাকে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন নতুন বাজার খোঁজার ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করছি। আর পণ্যের মান বাড়াতে উন্নত প্রযুক্তি ও উন্নত কর্মপরিবেশ গড়ে তুলেছেন পোশাকমালিকেরা।’

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ডাকঘরের ডিজিটাল আর্থিক পরিষেবা নগদ।
৪ ঘণ্টা আগে
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
বন্ড সুবিধা বহাল ও সরকারের সঙ্গে আলোচনা চান দেশের তৈরি পোশাক কারখানা মালিকেরা। ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই দাবি জানান তাঁরা।
৫ ঘণ্টা আগে