নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইনস্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে। গত কয়েক দিনে কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ‘কারসাজির’ মাধ্যমে দর বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা। বিষয়টি খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও।
গত বৃহস্পতিবার ইস্টার্ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৬৩ টাকা। গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা। ৬ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ৩১ শতাংশের মতো। তবে গতকাল রোববার শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা।
এদিকে বৃহস্পতিবারে এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর ছিল ৬৮ টাকা। তার আগে ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩ টাকা। অর্থাৎ ১৫ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ২৮ শতাংশের বেশি। তবে গতকাল দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোকে শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল। এর জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানান সংশ্লিষ্টরা।
শেয়ারদর বাড়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির কর্মকর্তারা জানান, তাঁরা কোম্পানির শেয়ার কেনাবেচা করেন না। শেয়ারদর বাড়ার বিষয়ে কিছুই বলতে পারবেন না।
মাসুম জামান নামের এক বিনিয়োগকারী বলেন, বেশ কিছুদিন ধরে ইস্টার্ন এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে দর বাড়ানো হচ্ছে। তা না হলে কয়েক দিনের মধ্যেই ১৫ টাকা পর্যন্ত দর বাড়ত না।
এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইনস্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে। গত কয়েক দিনে কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ‘কারসাজির’ মাধ্যমে দর বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা। বিষয়টি খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও।
গত বৃহস্পতিবার ইস্টার্ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৬৩ টাকা। গত ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা। ৬ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ৩১ শতাংশের মতো। তবে গতকাল রোববার শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা।
এদিকে বৃহস্পতিবারে এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর ছিল ৬৮ টাকা। তার আগে ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৩ টাকা। অর্থাৎ ১৫ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ টাকা বা ২৮ শতাংশের বেশি। তবে গতকাল দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোকে শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল। এর জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানান সংশ্লিষ্টরা।
শেয়ারদর বাড়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির কর্মকর্তারা জানান, তাঁরা কোম্পানির শেয়ার কেনাবেচা করেন না। শেয়ারদর বাড়ার বিষয়ে কিছুই বলতে পারবেন না।
মাসুম জামান নামের এক বিনিয়োগকারী বলেন, বেশ কিছুদিন ধরে ইস্টার্ন এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে দর বাড়ানো হচ্ছে। তা না হলে কয়েক দিনের মধ্যেই ১৫ টাকা পর্যন্ত দর বাড়ত না।
এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার পেছনে কোনো অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৩ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১১ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১১ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১১ ঘণ্টা আগে