নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ ব্যাংকঋণ পরিশোধে জমি বিক্রির ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, রাজধানীর পূর্বাচলে কোম্পানির মালিকানাধীন ১০ কাঠার বেশি জমি ৭ কোটি টাকায় বিক্রি করা হবে। এতে প্রতি কাঠার দাম দাঁড়াবে প্রায় ৭০ লাখ টাকা। এ জমি আগে কেনা হয়েছিল ৩ কোটি ২৯ লাখ টাকায়। ফলে বিক্রি থেকে শেফার্ডের লাভ হবে প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা; যা কেনা দামের দ্বিগুণের বেশি। জমি বিক্রির পুরো অর্থ লাভসহ ব্যাংকঋণ শোধে ব্যবহার করা হবে।
কোম্পানির ভাষ্য, এ সিদ্ধান্ত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। খবরটি প্রকাশের পর গতকাল পুঁজিবাজারে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ১৫ শতাংশ। দিন শেষে শেয়ারদর দাঁড়ায় ১৭ টাকা ৬০ পয়সায়।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ বর্তমানে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। সর্বশেষ ২০২৪ সালের জুনে সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ১৫৪ কোটি টাকার মূলধনের এ কোম্পানির ৫১ শতাংশের বেশি শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের হাতে এবং বাকি অংশ প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের দখলে রয়েছে।
সর্বশেষ গত জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ১২ পয়সা। আর গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৪৭ পয়সা। উভয় ক্ষেত্রে কোম্পানিটির আয় তার আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ ব্যাংকঋণ পরিশোধে জমি বিক্রির ঘোষণা দিয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, রাজধানীর পূর্বাচলে কোম্পানির মালিকানাধীন ১০ কাঠার বেশি জমি ৭ কোটি টাকায় বিক্রি করা হবে। এতে প্রতি কাঠার দাম দাঁড়াবে প্রায় ৭০ লাখ টাকা। এ জমি আগে কেনা হয়েছিল ৩ কোটি ২৯ লাখ টাকায়। ফলে বিক্রি থেকে শেফার্ডের লাভ হবে প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা; যা কেনা দামের দ্বিগুণের বেশি। জমি বিক্রির পুরো অর্থ লাভসহ ব্যাংকঋণ শোধে ব্যবহার করা হবে।
কোম্পানির ভাষ্য, এ সিদ্ধান্ত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। খবরটি প্রকাশের পর গতকাল পুঁজিবাজারে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ১৫ শতাংশ। দিন শেষে শেয়ারদর দাঁড়ায় ১৭ টাকা ৬০ পয়সায়।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ বর্তমানে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। সর্বশেষ ২০২৪ সালের জুনে সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ১৫৪ কোটি টাকার মূলধনের এ কোম্পানির ৫১ শতাংশের বেশি শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের হাতে এবং বাকি অংশ প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের দখলে রয়েছে।
সর্বশেষ গত জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ১২ পয়সা। আর গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৪৭ পয়সা। উভয় ক্ষেত্রে কোম্পানিটির আয় তার আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৪ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৪ ঘণ্টা আগে