Ajker Patrika

সাড়ে ১০ টাকার বিদ্যুৎ নিউমার্কেট কর্তৃপক্ষ আদায় করে ১৭ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাড়ে ১০ টাকার বিদ্যুৎ নিউমার্কেট কর্তৃপক্ষ আদায় করে ১৭ টাকা

পণ্যের দাম বৃদ্ধির পেছনে বাজার কর্তৃপক্ষের অতিরিক্ত অর্থ আদায়ও দায়ী বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা বলেছেন, কর্তৃপক্ষ অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করেন আর শ্যামবাজারের ব্যবসায়ীরা বলেছেন লাইসেন্স ফি বাবদ তাঁদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হয়।

আজ রোববার দুপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মতিঝিলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অভিযোগ তুলে ধরেন বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। নিত্যপণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এ বৈঠক আহ্বান করা হয়েছিল।

বৈঠকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বিভিন্ন বাজারের পণ্যমূল্য সংগ্রহ করা হয় এবং সংগঠনের নেতারা ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

বৈঠকে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারে সরকার নির্ধারিত প্রতি ইউনিট বিদ্যুতের বাণিজ্যিক মূল্য ১০ টাকা ৫০ পয়সা। অথচ মার্কেট কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে আদায় করছে ইউনিট প্রতি ১৭ টাকা। এই অস্বাভাবিক দামের কারণে পণ্যের দামের ওপর প্রভাব পড়ছে। 

এ সময় শ্যামবাজারের ব্যবসায়ীরা বলেন, আগে ট্রেড লাইসেন্সের জন্য ট্যাক্স দিতে হতো ৫০০ টাকা এখন ৩ হাজার টাকা আদায় করা হচ্ছে। 

এর জবাবে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো শোনার জন্য ডাকা হয়েছে। যেখানে সমস্যা থাকবে সেখানেই এফবিসিসিআই কাজ করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত