
চলতি বছর সেরা সিরামিকস ব্র্যান্ড হওয়ার মাধ্যমে টানা ছয়বার দেশসেরা হয়েছে আকিজ সিরামিকস। গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’ শীর্ষক গালা নাইট অনুষ্ঠানে সেরা সিরামিকস ব্র্যান্ড হিসেবে আকিজ সিরামিকসের নাম ঘোষিত হয়।
২০১৯ সালে প্রথমবারের মতো আকিজ সিরামিকস এই পুরস্কার পায়। এরপর থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৬ বার এই সম্মাননা নিজেদের করে রাখার কীর্তি গড়ে আকিজ সিরামিকস। এই অর্জনের মাধ্যমে সিরামিক ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ব্র্যান্ডের তুলনায় নিজেদের শ্রেষ্ঠত্ব আরও মজবুত করে নিয়েছে আকিজ সিরামিকস। প্রমিজ অব পারফেকশন বা নিখুঁত হওয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় গ্রাহকদের মনে বিশ্বাস ও ভরসা প্রতীক হিসেবে বছরের পর বছর ধরে অতুলনীয় সফলতা অর্জন করে চলেছে এই ব্র্যান্ড।
ভিন্ন ভিন্ন শিল্প খাতে নিজেদের একাগ্রতা এবং গ্রাহকদের অসাধারণ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর এই সম্মাননায় ভূষিত করতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪টি প্রতিষ্ঠানকে এবং ১৫টি ব্র্যান্ডকে সেরা ব্র্যান্ড হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়। দেশসেরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে গঠিত বিচার পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি গ্রাহকদের মতামতের ওপর বিষদ সমীক্ষা পরিচালনা করে এই সম্মাননার জন্য ব্র্যান্ডগুলোকে বাছাই ও পুরস্কৃত করা হয়।
এই অসামান্য কৃতিত্ব স্মরণে রেখে সামনের দিনগুলোতেও সিরামিকসের মান, নতুনত্ব এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে নিজেদের ছাপিয়ে যেতে আকিজ সিরামিকস অবিচল থাকবে। সময়ের থেকে এগিয়ে থেকে এই শ্রেষ্ঠত্ব ও দীর্ঘদিনের সুনাম ধরে রেখে আগামী বছরগুলোতেও সিরামিক ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করে যাওয়ার লক্ষ্যে অটুট থাকবে আকিজ সিরামিকস।

চলতি বছর সেরা সিরামিকস ব্র্যান্ড হওয়ার মাধ্যমে টানা ছয়বার দেশসেরা হয়েছে আকিজ সিরামিকস। গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’ শীর্ষক গালা নাইট অনুষ্ঠানে সেরা সিরামিকস ব্র্যান্ড হিসেবে আকিজ সিরামিকসের নাম ঘোষিত হয়।
২০১৯ সালে প্রথমবারের মতো আকিজ সিরামিকস এই পুরস্কার পায়। এরপর থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৬ বার এই সম্মাননা নিজেদের করে রাখার কীর্তি গড়ে আকিজ সিরামিকস। এই অর্জনের মাধ্যমে সিরামিক ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ব্র্যান্ডের তুলনায় নিজেদের শ্রেষ্ঠত্ব আরও মজবুত করে নিয়েছে আকিজ সিরামিকস। প্রমিজ অব পারফেকশন বা নিখুঁত হওয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় গ্রাহকদের মনে বিশ্বাস ও ভরসা প্রতীক হিসেবে বছরের পর বছর ধরে অতুলনীয় সফলতা অর্জন করে চলেছে এই ব্র্যান্ড।
ভিন্ন ভিন্ন শিল্প খাতে নিজেদের একাগ্রতা এবং গ্রাহকদের অসাধারণ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর এই সম্মাননায় ভূষিত করতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪টি প্রতিষ্ঠানকে এবং ১৫টি ব্র্যান্ডকে সেরা ব্র্যান্ড হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়। দেশসেরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে গঠিত বিচার পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি গ্রাহকদের মতামতের ওপর বিষদ সমীক্ষা পরিচালনা করে এই সম্মাননার জন্য ব্র্যান্ডগুলোকে বাছাই ও পুরস্কৃত করা হয়।
এই অসামান্য কৃতিত্ব স্মরণে রেখে সামনের দিনগুলোতেও সিরামিকসের মান, নতুনত্ব এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে নিজেদের ছাপিয়ে যেতে আকিজ সিরামিকস অবিচল থাকবে। সময়ের থেকে এগিয়ে থেকে এই শ্রেষ্ঠত্ব ও দীর্ঘদিনের সুনাম ধরে রেখে আগামী বছরগুলোতেও সিরামিক ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করে যাওয়ার লক্ষ্যে অটুট থাকবে আকিজ সিরামিকস।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৪ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৪ ঘণ্টা আগে