
সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক পর্ষদ পুনর্গঠন এবং কিছু বড় শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের তথ্য চাওয়া অন্যদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বেসরকারি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান।
গতকাল শনিবার রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘আর্থিক খাতে সুশাসন নিশ্চিতকরণ’ শীর্ষক এক বিতর্ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদ বিতর্কের সঞ্চালনা করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বলেন, বিগত সময়ে ব্যাংক পরিচালনায় পরিবারতন্ত্র কায়েম করা হয়েছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক থেকে অর্থ পাচার হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। বড় প্রতিষ্ঠানগুলোয় বড় দুর্নীতি হয়েছে। সেই বাস্তবতায় দেশে একটা সংস্কার পিরিয়ড চলছে। ব্যাংক, আর্থিক খাত ও বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার আনা হচ্ছে। সেখানে কিছু বড় শিল্প গ্রুপের আর্থিক লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে। কিছু ব্যাংক পর্ষদও পুনর্গঠন হচ্ছে।
মোস্তাফিজ আরও বলেন, এগুলো সবই করা হচ্ছে ভালো কিছুর প্রত্যাশায়। সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই যার অন্যতম উদ্দেশ্য। এই নিয়ে ভালো ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়া কিংবা একই কারণে কোনো ব্যাংকের আমানতকারীর চিন্তিত হওয়ার কিছু নেই দাবি করেন এই অর্থনীতিবিদ।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের তো হাউজ ক্লিনিং করতে হবে। সেটাতে কিছু কিছু পেইন তৈরি হবে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের মধ্য ও দীর্ঘমেয়াদি গেইনের জন্য এই সাময়িক পেইন মেনে নিতে হবে। কারণ, অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ কোনো প্রতিষ্ঠান নয়, বরং ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে। বিশৃঙ্খলাকে আনা হচ্ছে শৃঙ্খলায়।’

সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক পর্ষদ পুনর্গঠন এবং কিছু বড় শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের তথ্য চাওয়া অন্যদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বেসরকারি আর্থিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান।
গতকাল শনিবার রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘আর্থিক খাতে সুশাসন নিশ্চিতকরণ’ শীর্ষক এক বিতর্ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদ বিতর্কের সঞ্চালনা করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বলেন, বিগত সময়ে ব্যাংক পরিচালনায় পরিবারতন্ত্র কায়েম করা হয়েছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক থেকে অর্থ পাচার হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। বড় প্রতিষ্ঠানগুলোয় বড় দুর্নীতি হয়েছে। সেই বাস্তবতায় দেশে একটা সংস্কার পিরিয়ড চলছে। ব্যাংক, আর্থিক খাত ও বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার আনা হচ্ছে। সেখানে কিছু বড় শিল্প গ্রুপের আর্থিক লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে। কিছু ব্যাংক পর্ষদও পুনর্গঠন হচ্ছে।
মোস্তাফিজ আরও বলেন, এগুলো সবই করা হচ্ছে ভালো কিছুর প্রত্যাশায়। সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই যার অন্যতম উদ্দেশ্য। এই নিয়ে ভালো ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়া কিংবা একই কারণে কোনো ব্যাংকের আমানতকারীর চিন্তিত হওয়ার কিছু নেই দাবি করেন এই অর্থনীতিবিদ।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের তো হাউজ ক্লিনিং করতে হবে। সেটাতে কিছু কিছু পেইন তৈরি হবে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের মধ্য ও দীর্ঘমেয়াদি গেইনের জন্য এই সাময়িক পেইন মেনে নিতে হবে। কারণ, অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ কোনো প্রতিষ্ঠান নয়, বরং ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে। বিশৃঙ্খলাকে আনা হচ্ছে শৃঙ্খলায়।’

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১ দিন আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১ দিন আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১ দিন আগে