নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংক ঋণের করিডোর রেট বা বাজারভিত্তিক সুদহার সামাণ্য কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সাথে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ সুদ নিতে পারবেন।
আগের ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ঋণের করিডোর রেট দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। এতে মার্চে সুদের হার হবে ১৩ দশমিক ১১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ‘মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে মুদ্রানীতি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে নীতি সুদহার বৃদ্ধির স্মার্ট রেটের প্রভাব ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে। এ প্রেক্ষিতে, ঋণের সুদহার মুদ্রানীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট রেটের সাথে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। আগে যা ছিল ৩ দশমিক ৭৫ শতাংশ।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট রেটের সাথে সর্বোচ্চ ২ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। যা আগে ছিলো ২ দশমিক ৭৫ শতাংশ।’
এদিকে, করিডোর রেট কমলেও ব্যাংক ঋণের সুদের হার কমার সম্ভাবনা কম। কারণ মূল্যস্ফীতিসহ নানা কারণে সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারিজ কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সুদের হার হবে ১৩ দশমিক ১১ শতাংশ। যা ফেব্রুয়ারিতে ছিল ১২ দশমিক। ৪৩ শতাংশ। এক্ষেত্রে সুদের করিডোর কমলেও সুদের হার বেড়েছে।

ব্যাংক ঋণের করিডোর রেট বা বাজারভিত্তিক সুদহার সামাণ্য কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সাথে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ সুদ নিতে পারবেন।
আগের ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ঋণের করিডোর রেট দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। এতে মার্চে সুদের হার হবে ১৩ দশমিক ১১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ‘মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে মুদ্রানীতি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে নীতি সুদহার বৃদ্ধির স্মার্ট রেটের প্রভাব ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে। এ প্রেক্ষিতে, ঋণের সুদহার মুদ্রানীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট রেটের সাথে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। আগে যা ছিল ৩ দশমিক ৭৫ শতাংশ।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট রেটের সাথে সর্বোচ্চ ২ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। যা আগে ছিলো ২ দশমিক ৭৫ শতাংশ।’
এদিকে, করিডোর রেট কমলেও ব্যাংক ঋণের সুদের হার কমার সম্ভাবনা কম। কারণ মূল্যস্ফীতিসহ নানা কারণে সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারিজ কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সুদের হার হবে ১৩ দশমিক ১১ শতাংশ। যা ফেব্রুয়ারিতে ছিল ১২ দশমিক। ৪৩ শতাংশ। এক্ষেত্রে সুদের করিডোর কমলেও সুদের হার বেড়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
১৫ মিনিট আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
২ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১৬ ঘণ্টা আগে