নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমিয়ে ১ হাজার ২৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। আজ সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।
আব্দুল জলিল বলেন, বেসরকারি এলপিজির রিটেইল পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইল পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৫৭০ টাকা; ১২ কেজি ১ হাজার ২৪২ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ২৯৫ টাকা; ১৫ কেজি ১ হাজার ৫৫৩ টাকা; ১৬ কেজি ১ হাজার ৬৫৭ টাকা; ১৮ কেজি ১ হাজার ৮৬৩ টাকা; ২০ কেজি ২ হাজার ৭১ টাকা; ২২ কেজি ২ হাজার ২৭৮ টাকা; ২৫ কেজি ২ হাজার ৫৮৭ টাকা; ৩০ কেজি ৩ হাজার ১০৬ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৪১৬ টাকা; ৩৫ কেজি ৩ হাজার ৬২২ টাকা এবং ৪৫ কেজি ৬ হাজার ৫৯ টাকা।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান ও বার্কের সচিব মো. খলিলুর রহমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অর্থনীতি সম্পর্কিত পড়ুন:

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমিয়ে ১ হাজার ২৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। আজ সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।
আব্দুল জলিল বলেন, বেসরকারি এলপিজির রিটেইল পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইল পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৫৭০ টাকা; ১২ কেজি ১ হাজার ২৪২ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ২৯৫ টাকা; ১৫ কেজি ১ হাজার ৫৫৩ টাকা; ১৬ কেজি ১ হাজার ৬৫৭ টাকা; ১৮ কেজি ১ হাজার ৮৬৩ টাকা; ২০ কেজি ২ হাজার ৭১ টাকা; ২২ কেজি ২ হাজার ২৭৮ টাকা; ২৫ কেজি ২ হাজার ৫৮৭ টাকা; ৩০ কেজি ৩ হাজার ১০৬ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৪১৬ টাকা; ৩৫ কেজি ৩ হাজার ৬২২ টাকা এবং ৪৫ কেজি ৬ হাজার ৫৯ টাকা।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান ও বার্কের সচিব মো. খলিলুর রহমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অর্থনীতি সম্পর্কিত পড়ুন:

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১৯ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১৯ ঘণ্টা আগে