নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করপোরেট কর ও আয়কর আর কমানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘কর বেশি কমালে সরকারের রাজস্ব আদায় কমে যাবে। তাতে দেশ চালানো কঠিন হবে। সেই বাস্তবতায় কর বেশি কমাতে পারব না। তবে চেষ্টা থাকবে।’
অবশ্য ব্যবসায়ীরা যেসব বাধার সম্মুখীন হচ্ছেন, সেগুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, দীর্ঘদিন যেসব খাত করছাড় পাচ্ছে, তাদেরও অন্যদের মতো সমান কর দিতে হবে। বৈষম্য থাকবে না। এ ছাড়া কিছু কিছু খাতে কাস্টমস শুল্ক বেশি। সেই হার যৌক্তিকীকরণের চেষ্টা করা হবে।
ঢাকা চেম্বার, সমকাল ও চ্যানেল ২৪–এর যৌথ আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্–বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আগামী বছর থেকে করপোরেট কর রিটার্ন অনলাইনে দেওয়া যাবে। কমপ্লায়েন্ট করদাতা, অর্থাৎ যে করদাতারা আইনকানুন মেনে চলেন, তাঁদের কাঁচামাল আমদানিতে গ্রিন চ্যানেল ব্যবহারের সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রাজধানীর একটি হোটেলে আজ রোববার (১৩ এপ্রিল) আয়োজিত আলোচনায় উপস্থিত আছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাছির হোসেন, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ। আলোচনা সঞ্চালনা করছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ।
এ সময় ঢাকা চেম্বারের পক্ষ থেকে আগামী বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করা ও সর্বোচ্চ কর হার ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া উৎপদনকারীদের জন্য আমদানি পর্যায়ে আগাম কর বিলুপ্তি ও বাণিজ্যিক আমদানি কারকদের জন্য হ্রাস করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা একটা দায়বদ্ধতার অর্থনীতি গড়ে তোলার দাবি জানান এবং সেটি যেন আগামী বাজেটেই প্রতিফলন হয় সে কথা বলেন। একই সঙ্গে ট্রাম্পের শুল্ক বিষয়ে সমাধানের জন্য একটি টাক্সফোর্স গঠনের পরামর্শ দেন। যাতে সরকারি বেসরকারি প্রতিনিধিরা থাকবেন।
করপোরেট কর ও আয়কর আর কমানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘কর বেশি কমালে সরকারের রাজস্ব আদায় কমে যাবে। তাতে দেশ চালানো কঠিন হবে। সেই বাস্তবতায় কর বেশি কমাতে পারব না। তবে চেষ্টা থাকবে।’
অবশ্য ব্যবসায়ীরা যেসব বাধার সম্মুখীন হচ্ছেন, সেগুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, দীর্ঘদিন যেসব খাত করছাড় পাচ্ছে, তাদেরও অন্যদের মতো সমান কর দিতে হবে। বৈষম্য থাকবে না। এ ছাড়া কিছু কিছু খাতে কাস্টমস শুল্ক বেশি। সেই হার যৌক্তিকীকরণের চেষ্টা করা হবে।
ঢাকা চেম্বার, সমকাল ও চ্যানেল ২৪–এর যৌথ আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্–বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আগামী বছর থেকে করপোরেট কর রিটার্ন অনলাইনে দেওয়া যাবে। কমপ্লায়েন্ট করদাতা, অর্থাৎ যে করদাতারা আইনকানুন মেনে চলেন, তাঁদের কাঁচামাল আমদানিতে গ্রিন চ্যানেল ব্যবহারের সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রাজধানীর একটি হোটেলে আজ রোববার (১৩ এপ্রিল) আয়োজিত আলোচনায় উপস্থিত আছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাছির হোসেন, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ। আলোচনা সঞ্চালনা করছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ।
এ সময় ঢাকা চেম্বারের পক্ষ থেকে আগামী বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করা ও সর্বোচ্চ কর হার ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া উৎপদনকারীদের জন্য আমদানি পর্যায়ে আগাম কর বিলুপ্তি ও বাণিজ্যিক আমদানি কারকদের জন্য হ্রাস করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা একটা দায়বদ্ধতার অর্থনীতি গড়ে তোলার দাবি জানান এবং সেটি যেন আগামী বাজেটেই প্রতিফলন হয় সে কথা বলেন। একই সঙ্গে ট্রাম্পের শুল্ক বিষয়ে সমাধানের জন্য একটি টাক্সফোর্স গঠনের পরামর্শ দেন। যাতে সরকারি বেসরকারি প্রতিনিধিরা থাকবেন।
বাংলাদেশের আরও ৩০ লাখ মানুষের জীবনে নেমে আসতে পারে দারিদ্র্যের অন্ধকার। বিশ্বব্যাংক সতর্ক করেছে, চলতি অর্থবছরেই এই বিপর্যয় সামনে আসছে। একসময় যে মানুষগুলো অল্প আয়ের ভেতরেও বুকভরা আশা নিয়ে দিন কাটাত, আজ তারা রুটি-রুজির টানাপোড়েনে নুয়ে পড়ছে।
৮ ঘণ্টা আগেদেশের ব্যাংকিং খাতে আবারও ঋণ পুনঃ তপসিলের হিড়িক পড়েছে। পুরোনো ধারাবাহিকতায় বছরের পর বছর ঋণ পুনঃ তপসিল করে আড়াল করা হচ্ছে প্রকৃত খেলাপি ঋণের চিত্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৪ সালে প্রায় ৫৭ হাজার কোটি টাকার ঋণ পুনঃ তপসিল হয়েছে। এর বড় একটি অংশ, প্রায় ৩৬ হাজার কোটি টাকা পুনঃ তপসিল কর
৮ ঘণ্টা আগেগত এক দশকে বাংলাদেশের চামড়াশিল্প টানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে দেশের অন্যান্য রপ্তানিমুখী খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, সেখানে চামড়া খাত বিপরীত চিত্র দেখাচ্ছে। ২০১২ সালে এ খাত থেকে রাজস্ব আয় হয়েছিল ১১৩ কোটি মার্কিন ডলার, যা ২০২৪ সালে নেমে এসেছে ৯৭ কোটি ডলারে। অর্থাৎ ১০ বছরে বাৎসরিক আয়
৮ ঘণ্টা আগেতরুণ স্থপতিদের মেধা ও স্বপ্নকে সম্মান জানাতে ষষ্ঠবারের মতো দেওয়া হলো ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’। আধুনিক স্থাপত্য ভাবনার দূরদর্শিতা ও সৃজনশীলতায় এগিয়ে থাকা তিনজন শিক্ষার্থী পেলেন এই সম্মাননা। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী
৮ ঘণ্টা আগে