সাইফুল মাসুম, ঢাকা

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ তৃতীয় দিনের মতো চলছে। সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ থাকলেও এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে আকাশপথেও। একাধিক এয়ারলাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর হরতাল ও অবরোধের কারণে অভ্যন্তরীণ ফ্লাইটে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ যাত্রী কমেছে। তবে বিমানবন্দর কর্মকর্তারা বলছেন, অবরোধের প্রভাব ফ্লাইট শিডিউলে পড়েনি। যাত্রীর চাপও স্বাভাবিক সময়ের মতো রয়েছে।
জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন তিন শতাধিক ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে দেড় শতাধিক অভ্যন্তরীণ ও দেড় শর মতো আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অবরোধের কারণে লোকজন ভয়ে ভ্রমণ করছে না। ফলে আকাশপথে যাত্রী অন্তত ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে। যাত্রী কমে যাওয়ায় নভোএয়ারের একাধিক অভ্যন্তরীণ ফ্লাইট কমাতে হয়েছে বলেও জানান তিনি।
অবরোধের কারণে পর্যটন গন্তব্যগুলোতে যাত্রী তুলনামূলক বেশি কমেছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, অবরোধের কারণে আকাশপথে সরাসরি প্রভাব পড়েছে। বিশেষ করে পর্যটন গন্তব্যগুলোতে যাত্রী অনেক কমেছে। ঢাকা টু কক্সবাজারের যাত্রী বেশি কমেছে। অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ যাত্রী কমলেও ইউএস বাংলার কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
এদিকে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের তথ্য অনুসারে, অবরোধের প্রভাব বিমানের ফ্লাইটে পড়েনি। তিনি বলেন, ‘কোনো প্রভাব পড়েনি। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক সময়ের মতো ছিল।’
আকাশপথে অবরোধের প্রভাব নিয়ে একই রকম বক্তব্য দিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, অবরোধের কোনো প্রভাব আকাশপথে পড়েনি। স্বাভাবিক সময়ের মতো সব ফ্লাইট যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ তৃতীয় দিনের মতো চলছে। সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ থাকলেও এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে আকাশপথেও। একাধিক এয়ারলাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর হরতাল ও অবরোধের কারণে অভ্যন্তরীণ ফ্লাইটে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ যাত্রী কমেছে। তবে বিমানবন্দর কর্মকর্তারা বলছেন, অবরোধের প্রভাব ফ্লাইট শিডিউলে পড়েনি। যাত্রীর চাপও স্বাভাবিক সময়ের মতো রয়েছে।
জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন তিন শতাধিক ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে দেড় শতাধিক অভ্যন্তরীণ ও দেড় শর মতো আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অবরোধের কারণে লোকজন ভয়ে ভ্রমণ করছে না। ফলে আকাশপথে যাত্রী অন্তত ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে। যাত্রী কমে যাওয়ায় নভোএয়ারের একাধিক অভ্যন্তরীণ ফ্লাইট কমাতে হয়েছে বলেও জানান তিনি।
অবরোধের কারণে পর্যটন গন্তব্যগুলোতে যাত্রী তুলনামূলক বেশি কমেছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, অবরোধের কারণে আকাশপথে সরাসরি প্রভাব পড়েছে। বিশেষ করে পর্যটন গন্তব্যগুলোতে যাত্রী অনেক কমেছে। ঢাকা টু কক্সবাজারের যাত্রী বেশি কমেছে। অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ যাত্রী কমলেও ইউএস বাংলার কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
এদিকে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের তথ্য অনুসারে, অবরোধের প্রভাব বিমানের ফ্লাইটে পড়েনি। তিনি বলেন, ‘কোনো প্রভাব পড়েনি। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক সময়ের মতো ছিল।’
আকাশপথে অবরোধের প্রভাব নিয়ে একই রকম বক্তব্য দিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, অবরোধের কোনো প্রভাব আকাশপথে পড়েনি। স্বাভাবিক সময়ের মতো সব ফ্লাইট যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে।

২০২৬ সালকে সরকার প্যাকেজিং পণ্যের বর্ষপণ্য ঘোষণা করলেও বাস্তব সহায়তা ছাড়া এ খাতের সম্ভাবনা কাজে লাগানো যাবে না বলে জানিয়েছেন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের উদ্যোক্তারা। তাঁরা সরাসরি রপ্তানি প্রণোদনা, কাঁচামাল আমদানিতে কর-শুল্ক ছাড়, আরএমজি খাতের মতো নীতিগত সুবিধা, ব্যাংক-কাস্টমস...
৪ মিনিট আগে
অ্যারিস্টোফার্মা লিমিটেড স্বাস্থ্যসেবায় ৪০ বছর পূর্ণ করেছে। এই মাইলফলক উদযাপন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) প্রতিষ্ঠানটির ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে আম কিনে বিক্রি করতেন মুন্তাজ আলী। সেই ঐতিহ্যগত ব্যবসাকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ছেলে মুরাদ পারভেজ তৈরি করেছেন একটি সফল ই-কমার্স উদ্যোগ। ঝুড়িতে আম নিয়ে হাটে না গিয়ে তিনি ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার নিয়ে সারা দেশে খাঁটি আম, খেজুরের গুড় ও লিচু পৌঁছে দিচ্ছে
১৮ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণত একটি রেওয়াজ অনুসরণ করা হয়—প্রার্থীদের নির্বাচনী সুবিধা নেওয়ার সুযোগ যাতে না থাকে, সে কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নতুন কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয় না। এ সময়টাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকও সাধারণত আর বসে না।
১৮ ঘণ্টা আগে