
সাউথইস্ট ব্যাংকের ডিপিএস এবং ঋণের কিস্তি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নগদের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
নগদের অ্যাপ ব্যবহার করে বা ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করে নগদ অ্যাকাউন্ট থেকে সরাসরি সাউথইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করা যাবে। এই পদ্ধতিতে নগদ গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা, ডিপিএসের টাকা জমা, ঋণের কিস্তি প্রদান করতে পারবেন।
এ জন্য নগদ অ্যাপ ব্যবহার করে গ্রাহককে বিল পে মেন্যুতে ক্লিক করতে হবে। তারপর ব্যাংক ও পরের ধাপে সাউথইস্ট ব্যাংক নির্বাচন করতে হবে। এরপর নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে জমাদান প্রক্রিয়া শেষ করা যাবে। প্রতি হাজার টাকা লেনদেনে গ্রাহককে ১ শতাংশ চার্জ দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিহাব উদ্দীন চৌধুরী সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ব্যাংক ও এমএফএস পরস্পরের হাত ধরেই দেশে আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে নগদ চায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে। আর সাউথইস্ট ব্যাংকের মতো দ্বিতীয় প্রজন্মের ব্যাংকের সঙ্গে মিলে প্রান্তিক এলাকার মানুষের জীবন পরিবর্তন করতে আমরা এই পার্টনারশিপকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারব। এবার নগদ থেকে ব্যাংকে অর্থ জমা দেওয়ার এই পদ্ধতি শুরু করে আমরা আশা করছি, গ্রাহকদের জীবন আরও সহজ হবে।
সাউথইস্ট ব্যাংকের সঙ্গে নগদের ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘদিনের। দুই প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল পার্টনারশিপে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সাউথইস্ট ব্যাংকের ডিপিএস এবং ঋণের কিস্তি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নগদের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
নগদের অ্যাপ ব্যবহার করে বা ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করে নগদ অ্যাকাউন্ট থেকে সরাসরি সাউথইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করা যাবে। এই পদ্ধতিতে নগদ গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা, ডিপিএসের টাকা জমা, ঋণের কিস্তি প্রদান করতে পারবেন।
এ জন্য নগদ অ্যাপ ব্যবহার করে গ্রাহককে বিল পে মেন্যুতে ক্লিক করতে হবে। তারপর ব্যাংক ও পরের ধাপে সাউথইস্ট ব্যাংক নির্বাচন করতে হবে। এরপর নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে জমাদান প্রক্রিয়া শেষ করা যাবে। প্রতি হাজার টাকা লেনদেনে গ্রাহককে ১ শতাংশ চার্জ দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিহাব উদ্দীন চৌধুরী সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ব্যাংক ও এমএফএস পরস্পরের হাত ধরেই দেশে আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে নগদ চায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে। আর সাউথইস্ট ব্যাংকের মতো দ্বিতীয় প্রজন্মের ব্যাংকের সঙ্গে মিলে প্রান্তিক এলাকার মানুষের জীবন পরিবর্তন করতে আমরা এই পার্টনারশিপকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারব। এবার নগদ থেকে ব্যাংকে অর্থ জমা দেওয়ার এই পদ্ধতি শুরু করে আমরা আশা করছি, গ্রাহকদের জীবন আরও সহজ হবে।
সাউথইস্ট ব্যাংকের সঙ্গে নগদের ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘদিনের। দুই প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল পার্টনারশিপে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৮ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৯ ঘণ্টা আগে