Ajker Patrika

নিত্যপণ্যের দাম নিয়ে চার মন্ত্রী বসছেন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপণ্যের দাম নিয়ে চার মন্ত্রী বসছেন আজ

জিনিসপত্রের দাম সহনীয় রাখার বিষয়ে আজ বৈঠকে বসছেন চার মন্ত্রী। অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অংশ নেবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৈঠকে মূলত চাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ, গরুর মাংস, ডিম ও পোলট্রি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি পরিস্থিতির সঙ্গে চাহিদা বিশ্লেষণ করে ঘাটতি চিহ্নিত করা এবং রমজানের আগে ঘাটতি মেটাতে পণ্য আমদানি সহজ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি ঘোষিত মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় ঘটিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নির্ধারণ করার বিষয়টিও আলোচনায় থাকবে।

অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববারের বৈঠকে চাল, চিনি, তেল, পেঁয়াজ, লবণ, আটাসহ বিভিন্ন নিত্যপণ্যের প্রকৃত উৎপাদন ও চাহিদার যথাযথ পরিসংখ্যান নির্ধারণ করা হবে। প্রায়ই চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানির পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও বাজারে পণ্যসংকট দেখা দেয়। তাই প্রকৃত উৎপাদন, আমদানি ও চাহিদার পরিসংখ্যান নির্ধারণের উপায় নির্ধারণ করা হবে।

বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর পাশাপাশি কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোকেও সক্রিয় করার উপায় নির্ধারণ করা হবে। এসব সংস্থা নিয়মিত বাজারে মজুতদার ও কারসাজিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত