নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিনিসপত্রের দাম সহনীয় রাখার বিষয়ে আজ বৈঠকে বসছেন চার মন্ত্রী। অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অংশ নেবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৈঠকে মূলত চাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ, গরুর মাংস, ডিম ও পোলট্রি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি পরিস্থিতির সঙ্গে চাহিদা বিশ্লেষণ করে ঘাটতি চিহ্নিত করা এবং রমজানের আগে ঘাটতি মেটাতে পণ্য আমদানি সহজ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি ঘোষিত মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় ঘটিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নির্ধারণ করার বিষয়টিও আলোচনায় থাকবে।
অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববারের বৈঠকে চাল, চিনি, তেল, পেঁয়াজ, লবণ, আটাসহ বিভিন্ন নিত্যপণ্যের প্রকৃত উৎপাদন ও চাহিদার যথাযথ পরিসংখ্যান নির্ধারণ করা হবে। প্রায়ই চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানির পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও বাজারে পণ্যসংকট দেখা দেয়। তাই প্রকৃত উৎপাদন, আমদানি ও চাহিদার পরিসংখ্যান নির্ধারণের উপায় নির্ধারণ করা হবে।
বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর পাশাপাশি কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোকেও সক্রিয় করার উপায় নির্ধারণ করা হবে। এসব সংস্থা নিয়মিত বাজারে মজুতদার ও কারসাজিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জিনিসপত্রের দাম সহনীয় রাখার বিষয়ে আজ বৈঠকে বসছেন চার মন্ত্রী। অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অংশ নেবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৈঠকে মূলত চাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ, গরুর মাংস, ডিম ও পোলট্রি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি পরিস্থিতির সঙ্গে চাহিদা বিশ্লেষণ করে ঘাটতি চিহ্নিত করা এবং রমজানের আগে ঘাটতি মেটাতে পণ্য আমদানি সহজ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি ঘোষিত মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় ঘটিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নির্ধারণ করার বিষয়টিও আলোচনায় থাকবে।
অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববারের বৈঠকে চাল, চিনি, তেল, পেঁয়াজ, লবণ, আটাসহ বিভিন্ন নিত্যপণ্যের প্রকৃত উৎপাদন ও চাহিদার যথাযথ পরিসংখ্যান নির্ধারণ করা হবে। প্রায়ই চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানির পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও বাজারে পণ্যসংকট দেখা দেয়। তাই প্রকৃত উৎপাদন, আমদানি ও চাহিদার পরিসংখ্যান নির্ধারণের উপায় নির্ধারণ করা হবে।
বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর পাশাপাশি কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোকেও সক্রিয় করার উপায় নির্ধারণ করা হবে। এসব সংস্থা নিয়মিত বাজারে মজুতদার ও কারসাজিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

৯টি দুর্বল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্তে পুঁজিবাজারে আরেকটি বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। পাঁচটি ব্যাংক একীভূত করার পর বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হলেও এগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা কার্যত পুরোপুরি উপেক্ষিতই থাকছেন।
২ ঘণ্টা আগে
পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
সোনার দাম ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে আউন্সপ্রতি ৪ হাজার ৮০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মরগ্যান স্ট্যানলি। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, সুদের হার কমে যাওয়া, ফেডারেল রিজার্ভের নেতৃত্বে পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগ তহবিলের ক্রয়।
৬ ঘণ্টা আগে
‘কয়েক বছর আগেও আমাদের গ্রামে অপরাজিতা ফুলের গাছ লতানো ফুল গাছের লতা ছাড়া আর কিছুই ছিল না।’ গাছ থেকে নীল রঙের এই মনোমুগ্ধকর ফুলটি তুলতে তুলতে বলছিলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের আনথাইগ্লাও গ্রামের বাসিন্দা নীলাম ব্রহ্মা।
১০ ঘণ্টা আগে