
দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতে সেবার মান, পেশাদারত্ব ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি (বিটিটিএইচএ) সম্মাননা’ দিয়েছে দ্য বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপ। ২৯টি ক্যাটাগরিতে নির্বাচিত ২৭টি প্রতিষ্ঠান ও আট ব্যক্তি এ সম্মাননা পান। রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্যালাক্সি বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ৮৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৫০ টির বেশি মনোনয়ন যাচাই-বাছাই করে জুরিবোর্ড চূড়ান্তভাবে ২৭টি প্রতিষ্ঠান ও আট ব্যক্তিকে নির্বাচন করেছে।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা, পেনিনসুলা চট্টগ্রাম, প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল, গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট রংপুর, হোটেল গ্র্যান্ড পার্ক বরিশাল, ওয়ান প্যারাডাইস হোটেল কক্সবাজার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজার, সাইমন বিচ রিসোর্ট কক্সবাজার, হোটেল সারিনা ও দুসাই রিসোর্ট।
এ বছর আতিথেয়তা খাতে পাঁচ দশকের বেশি সময় ধরে অসামান্য অবদানের জন্য প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ হামিদকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দায়িত্বশীল ব্যবস্থাপনার ঘাটতিতে পর্যটন খাত কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি। সেন্ট মার্টিন, সিলেটের সাদাপাথর ও হাওর এলাকার উদাহরণ টেনে তিনি বলেন, পর্যটক ও উদ্যোক্তা—উভয়ের দায়িত্বশীল আচরণ নিশ্চিত না হলে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এবং অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হয়।
দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর মনোনয়ন আহ্বানের মাধ্যমে বিটিটিএইচএ কার্যক্রম শুরু হয়। এতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। পর্যটন ও আতিথেয়তা খাতের বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে গঠিত জুরিবোর্ড প্রাথমিক যাচাই শেষে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে।

বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমেছে।
৩ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি অর্জন করেছে দেশের তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান ‘হ্যামস গার্মেন্টস লিমিটেড’। সম্প্রতি এই স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। হ্যামস গার্মেন্টস লিমিটেড ইউএসজিবিসি লিড প্লাটিনাম সার্টিফিকেশনে ১১০ স্কোরের মধ্যে ১০৮ অর্জন করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে।
৩ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ইউনুছ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় মহিউদ্দিন আহমেদ ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং ফকির আখতারুজ্জামান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
পর্দা নেমেছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এর। ১ থেকে ৩১ জানুয়ারি এবারের বাণিজ্য মেলায় দেশীয় বাজারে ৩৯৩ কোটি টাকার পণ্য কেনাবেচা হয়েছে। একই সময়ে বিদেশিদের কাছ থেকে ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৪ কোটি টাকা) পণ্য রপ্তানির আদেশ এসেছে।
৬ ঘণ্টা আগে