নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লা নূরী উপস্থিত থাকবেন। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত রিহ্যাবের সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোহাম্মদ সোহেল রানা। সংবাদ সম্মেলনে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, নজরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সোহেল রানা বলেন, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এ ছাড়া চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশেও মেলার আয়োজন করছে।
সোহেল রানা বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ণশিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে রিহ্যাব ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় প্রায় ১৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে। আর মেলায় থাকবে ২২০টি স্টল। এ ছাড়া মেলায় ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রিহ্যাব যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া ও কাতারে ১টি করে এবং দুবাইতে ২টি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে। এসব মেলা আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে-বিদেশে গৃহায়ণশিল্পের বাজার তৈরি ও প্রসারের চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, এবারের মেলায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। এ ছাড়া মাল্টিপল এন্ট্রির প্রবেশ ফি ১০০ টাকা। সিঙ্গেল এন্ট্রি টিকিটে একবার ও মাল্টিপল এন্ট্রি টিকিটে পাঁচবার মেলায় প্রবেশ করা যাবে।

আগামী ২৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লা নূরী উপস্থিত থাকবেন। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত রিহ্যাবের সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোহাম্মদ সোহেল রানা। সংবাদ সম্মেলনে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, নজরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সোহেল রানা বলেন, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এ ছাড়া চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশেও মেলার আয়োজন করছে।
সোহেল রানা বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ণশিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে রিহ্যাব ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় প্রায় ১৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে। আর মেলায় থাকবে ২২০টি স্টল। এ ছাড়া মেলায় ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রিহ্যাব যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া ও কাতারে ১টি করে এবং দুবাইতে ২টি রিহ্যাব হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে। এসব মেলা আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে-বিদেশে গৃহায়ণশিল্পের বাজার তৈরি ও প্রসারের চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, এবারের মেলায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। এ ছাড়া মাল্টিপল এন্ট্রির প্রবেশ ফি ১০০ টাকা। সিঙ্গেল এন্ট্রি টিকিটে একবার ও মাল্টিপল এন্ট্রি টিকিটে পাঁচবার মেলায় প্রবেশ করা যাবে।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৩ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১১ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১১ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১১ ঘণ্টা আগে