নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। সূচকের উর্ধ্বমুখী ধারার পাশাপাশি লেনদেনের পরিমাণ বৃদ্ধিও অব্যাহত রয়েছে। এছাড়া রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ৪০৬ কোটি টাকা। গত ২৫ জানুয়ারির পর ডিএসইতে এটা সর্বোচ্চ লেনদেন।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসই এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে সিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৭ পয়েন্টে উঠে এসেছে। প্রধান মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকের। আগের দিনের তুলনায় সূচকটি ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্যসূচক বৃদ্ধির পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৭২ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৩৪ কোটি ৮ লাখ। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮৫ কোটি টাকার। আর গত ২০ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা।
রোববার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ১০৪টির এবং ৭৭টির দাম অপরিবর্তিত ছিল। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ২৭৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইনস্যুরেন্সের ৭৮ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, সামিট পাওয়ার, সিটি জেনারেল ইনস্যুরেন্স এবং ম্যাক্সন স্পিনিং।
দেশের অন্য পুঁজিবাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএএসপিআই রোববার বেড়েছে ১২৮ পয়েন্ট। আর সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৭ কোটি ১৩ লাখ টাকা। সিএসইতে লেনদেনকৃত ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির দাম বেড়েছে। দাম কমেছে ৮২টির এবং ৪০টির দাম অপরিবর্তিত ছিল।

ঢাকা: দেশের পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। সূচকের উর্ধ্বমুখী ধারার পাশাপাশি লেনদেনের পরিমাণ বৃদ্ধিও অব্যাহত রয়েছে। এছাড়া রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ৪০৬ কোটি টাকা। গত ২৫ জানুয়ারির পর ডিএসইতে এটা সর্বোচ্চ লেনদেন।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসই এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে সিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৭ পয়েন্টে উঠে এসেছে। প্রধান মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকের। আগের দিনের তুলনায় সূচকটি ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্যসূচক বৃদ্ধির পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৭২ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৩৪ কোটি ৮ লাখ। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮৫ কোটি টাকার। আর গত ২০ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা।
রোববার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ১০৪টির এবং ৭৭টির দাম অপরিবর্তিত ছিল। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ২৭৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইনস্যুরেন্সের ৭৮ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, সামিট পাওয়ার, সিটি জেনারেল ইনস্যুরেন্স এবং ম্যাক্সন স্পিনিং।
দেশের অন্য পুঁজিবাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএএসপিআই রোববার বেড়েছে ১২৮ পয়েন্ট। আর সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৭ কোটি ১৩ লাখ টাকা। সিএসইতে লেনদেনকৃত ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির দাম বেড়েছে। দাম কমেছে ৮২টির এবং ৪০টির দাম অপরিবর্তিত ছিল।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
২ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
২ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
২ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৫ ঘণ্টা আগে