Ajker Patrika

মেক্সিকো থেকে গাড়ি আমদানিতে ২০০ শতাংশ শুল্কের পরিকল্পনা ট্রাম্পের

মেক্সিকো থেকে গাড়ি আমদানিতে ২০০ শতাংশ শুল্কের পরিকল্পনা ট্রাম্পের

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে মেক্সিকো থেকে আমদানি করা গাড়ির ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নির্বাচনী প্রচারের মাঝে এ ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

এর আগে আরেক ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। বাড়তি দাম চাপিয়ে ক্রেতাদের দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি কিনতে উৎসাহিত করে খাতটিকে এগিয়ে নিতে চান তিনি।

চলতি সপ্তাহে উইসকনসিন অঙ্গরাজ্যের জুনাউ বিমানবন্দরে নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘যদি প্রয়োজন হয় তাহলে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করব। ওই সব (আমদানি করা) গাড়িকে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দিতে পারি না।’

যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পকে আরও শক্তিশালী করতে শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তাঁর এ পরিকল্পনার কারণে গাড়ির দাম বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ লাখ গাড়ি রপ্তানি করেছে মেক্সিকো। এর প্রায় অর্ধেকই তৈরি করেছে জেনারেল মটরস, ফোর্ড মোটর কোম্পানি ও স্টেলান্টিসের মতো শীর্ষ নির্মাতা।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্যাক্স পলিসি সেন্টার বলেছে, মেক্সিকো থেকে আমদানি করা গাড়ির ওপর শুল্ক আরোপ করা হলে শুধু যে আমদানি গাড়ির দাম বাড়বে তা কিন্তু নয়; এর সঙ্গে দেশীয় উৎপাদিত ও ব্যবহৃত গাড়িরও মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।

সম্প্রতি দেশীয় শিল্প রক্ষায় চীনে নির্মিত বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ওপর শতভাগ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা দেশটির সমগ্র গাড়ি খাতের ওপর প্রভাব ফেলেছে। এর মাঝে এল ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাচনী প্রতিশ্রুতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত