
ভ্যাট ফাঁকি রোধে পণ্যের উৎপাদন, বিতরণ ও পাইকারি বিক্রয় পর্যন্ত তিন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালুসহ স্মার্ট এনবিআরের গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। গুচ্ছ কর্মপরিকল্পনার আওতায় রয়েছে বিদ্যমান এনবিআরের সব সিস্টেমের সঙ্গে তৃতীয় পক্ষের সিস্টেমের আন্তসংযোগ স্থাপন করা, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের তথ্য নিয়ে ডেটাবেইজ তৈরি করে রাজস্ব ফাঁকি ঠেকানো ইত্যাদি।
স্বাধীনতা দিবস থেকে নতুন এ কর্মপরিকল্পনা ঘোষণা করে এনবিআর সামনে এগুলো বাস্তবায়ন করবে বলে জানিয়েছে।
স্মার্ট এনবিআরের জন্য ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী বলা হয়েছে, পণ্যের উৎপাদন, ডিস্ট্রিবিউশন বা বিতরণ ও পাইকারি বিক্রয় পর্যায়ে ই-ইনভয়েসিং সিস্টেম চালু করা হবে।
এনবিআর মনে করে, চলমান অর্থনীতিতে অধিক মাত্রায় গতিশীলতা আনতে সব ধরনের ক্রয়-বিক্রয় স্বচ্ছতা প্রয়োজন। এ জন্য বিজনেস ইন্টেলিজেন্স ও কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। এর মাধ্যমে রাজস্ব ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হবে। এ প্রযুক্তি এনবিআর ও এর আওতাধীন অফিসগুলোতে ব্যবহার করা হবে।
কর্মপরিকল্পনায় বলা হয়, এনবিআর বাইরের তৃতীয় পক্ষের সঙ্গেও কাজ করে। সামনে এনবিআরের বিদ্যমান সিস্টেমের সঙ্গে তৃতীয় পক্ষের সিস্টেমের আন্তসংযোগ স্থাপন করা হবে। এতে রাজস্ব ফাঁকি কমবে এবং লেনদেনে স্বচ্ছতা আসবে। রাজস্ব ফাঁকি রোধে বিদ্যুৎ ব্যবহারেও নজরদারি করবে এনবিআর। এ লক্ষ্যে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ব্যবহারকারীর তথ্য নিয়ে ডেটাবেইজ তৈরি করা হবে। সেখান থেকে কে কত বিদ্যুৎ ব্যবহার করছেন, আয়-ব্যয়ের তথ্য কী, কত কর দেন ইত্যাদি নজরদারি করা হবে।
সব ধরনের কর-রাজস্ব আদায়ে ই-পেমেন্ট চালু করতে সব প্রচেষ্টা নেওয়া হবে। এ জন্য করদাতাদের উদ্বুদ্ধ করা হবে। পর্যায়ক্রমে ক্যাশলেস লেনদেন বাস্তবায়ন করা হবে। ঘোষিত ট্যাক্স রিটার্ন প্রিপারার বা টিআরপির কার্যকর কর্মদক্ষতা নিশ্চিত করা হবে। এর ফলে রাজস্ব আহরণের পরিধি বাড়বে, কর ফাঁকি কমে যাবে। এ রকম আরও কিছু কর্মপরিকল্পনা ঘোষণা করেছে এনবিআর। যার ফলে সামনে একটি রাজস্ববান্ধব স্মার্ট এনবিআর গড়ে উঠবে বলে সংস্থাটি মনে করে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক সদস্য বলেন, ‘আমরা স্মার্ট এনবিআরের কর্মপরিকল্পনা তৈরি করেছি। এর আলোকে সামনে একটি রাজস্ববান্ধব এনবিআর গড়ে তোলা হবে। এর মাধ্যমে রাজস্ব ফাঁকি কমবে ও রাজস্ব আদায় বাড়বে।’

ভ্যাট ফাঁকি রোধে পণ্যের উৎপাদন, বিতরণ ও পাইকারি বিক্রয় পর্যন্ত তিন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালুসহ স্মার্ট এনবিআরের গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। গুচ্ছ কর্মপরিকল্পনার আওতায় রয়েছে বিদ্যমান এনবিআরের সব সিস্টেমের সঙ্গে তৃতীয় পক্ষের সিস্টেমের আন্তসংযোগ স্থাপন করা, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের তথ্য নিয়ে ডেটাবেইজ তৈরি করে রাজস্ব ফাঁকি ঠেকানো ইত্যাদি।
স্বাধীনতা দিবস থেকে নতুন এ কর্মপরিকল্পনা ঘোষণা করে এনবিআর সামনে এগুলো বাস্তবায়ন করবে বলে জানিয়েছে।
স্মার্ট এনবিআরের জন্য ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী বলা হয়েছে, পণ্যের উৎপাদন, ডিস্ট্রিবিউশন বা বিতরণ ও পাইকারি বিক্রয় পর্যায়ে ই-ইনভয়েসিং সিস্টেম চালু করা হবে।
এনবিআর মনে করে, চলমান অর্থনীতিতে অধিক মাত্রায় গতিশীলতা আনতে সব ধরনের ক্রয়-বিক্রয় স্বচ্ছতা প্রয়োজন। এ জন্য বিজনেস ইন্টেলিজেন্স ও কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। এর মাধ্যমে রাজস্ব ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হবে। এ প্রযুক্তি এনবিআর ও এর আওতাধীন অফিসগুলোতে ব্যবহার করা হবে।
কর্মপরিকল্পনায় বলা হয়, এনবিআর বাইরের তৃতীয় পক্ষের সঙ্গেও কাজ করে। সামনে এনবিআরের বিদ্যমান সিস্টেমের সঙ্গে তৃতীয় পক্ষের সিস্টেমের আন্তসংযোগ স্থাপন করা হবে। এতে রাজস্ব ফাঁকি কমবে এবং লেনদেনে স্বচ্ছতা আসবে। রাজস্ব ফাঁকি রোধে বিদ্যুৎ ব্যবহারেও নজরদারি করবে এনবিআর। এ লক্ষ্যে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ব্যবহারকারীর তথ্য নিয়ে ডেটাবেইজ তৈরি করা হবে। সেখান থেকে কে কত বিদ্যুৎ ব্যবহার করছেন, আয়-ব্যয়ের তথ্য কী, কত কর দেন ইত্যাদি নজরদারি করা হবে।
সব ধরনের কর-রাজস্ব আদায়ে ই-পেমেন্ট চালু করতে সব প্রচেষ্টা নেওয়া হবে। এ জন্য করদাতাদের উদ্বুদ্ধ করা হবে। পর্যায়ক্রমে ক্যাশলেস লেনদেন বাস্তবায়ন করা হবে। ঘোষিত ট্যাক্স রিটার্ন প্রিপারার বা টিআরপির কার্যকর কর্মদক্ষতা নিশ্চিত করা হবে। এর ফলে রাজস্ব আহরণের পরিধি বাড়বে, কর ফাঁকি কমে যাবে। এ রকম আরও কিছু কর্মপরিকল্পনা ঘোষণা করেছে এনবিআর। যার ফলে সামনে একটি রাজস্ববান্ধব স্মার্ট এনবিআর গড়ে উঠবে বলে সংস্থাটি মনে করে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক সদস্য বলেন, ‘আমরা স্মার্ট এনবিআরের কর্মপরিকল্পনা তৈরি করেছি। এর আলোকে সামনে একটি রাজস্ববান্ধব এনবিআর গড়ে তোলা হবে। এর মাধ্যমে রাজস্ব ফাঁকি কমবে ও রাজস্ব আদায় বাড়বে।’

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
১ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
১ ঘণ্টা আগে
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় নেতারা এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক চিকিৎসক কর্মকর্তাদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে ২০০২ সালে স্থাপিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন
২ ঘণ্টা আগে
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপারসন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে